শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে জয় পেয়েছে ভারত। এতে করে ২-১ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিক ভারত।
প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয়টিতে হেরে সিরিজে সমতায় ফিরেছিল শ্রীলঙ্কা, তবে সিরিজ নির্ধারণী ম্যাচে আর দাপট দেখাতে পারেনি দলটি। সুরিয়াকুমার ইয়াদভের তাণ্ডবে উড়ে যায় লঙ্কানরা।
শ্রীলঙ্কান বোলারদের তুলোধুনো করে সংক্ষিপ্ত সংস্করণে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সুরিয়াকুমার। তার সেঞ্চুরিতে ৯১ রানের জয় পায় হার্দিক পান্ডিয়ার দল।
টস জিতে ব্যাট করতে সুরিয়াকুমারের সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ২২৯ রানের পাহাড়সম টার্গেট দেয় ভারত। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৯১ রানে হারে দাশুন শানালার দল।
১৭তম ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এতে করে টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে ২৯ ম্যাচে ১৯ জয় পায় ভারত। এটি সীমিত ওভারের ক্রিকেটে যেকোনো দলের বিপক্ষে ভারতের সর্বোচ্চ জয়।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস ও অধিনায়ক শানাকা। এ ছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ২২ রান করেন।
অন্যদিকে ভারতের হয়ে ৫১ বলে ১১২ রান করেন সুরিয়াকুমার। সাত চার ও ৯টি ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া শুভমান গিল ৪৬ ও রাহুল ত্রিপাঠি ৩৫ রান করেন।
ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন আর্শদ্বীপ সিং। দুটি করে উইকেট পেয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, উমরান মালিক ও ইউজবেন্দ্র চাহাল।