বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০২৬ সালের বিশ্বকাপেও ফ্রান্সের কোচ দেশম

  •    
  • ৮ জানুয়ারি, ২০২৩ ১১:৪০

এফএফএফের সাধারণ সভা শেষে শনিবার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশম বলেন, ‘আমাকে সমর্থন দিয়ে যাওয়ার পাশাপাশি আমার ওপর আস্থা রাখায় (এফএফএফ) সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। ফ্রান্স দলকে ঠিকঠাকভাবে চলতে এমন কিছুই দরকার ছিল।’

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকে হেরে স্বপ্নভঙ্গ হয় দিদিয়ের দেশমের অধীন ফ্রান্সের। এরপর দেশম ফ্রান্স দলের দায়িত্ব ছাড়বেন কি না, তা নিয়ে গুঞ্জন চলছিল, তবে সে গুঞ্জনের অবসান ঘটিয়ে দেশম নিজেই জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত এমবাপেদের দায়িত্বে থাকবেন তিনি।

কাতারে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার কাছে হারলেও ২০১৮ সালে রাশিয়ায় ঠিকই বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন দেশমের শিষ্যরা। এবার দায়িত্ব সামলানোর সময় আরও দীর্ঘ হলো দেশমের।

২০২৬ সালে কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সে থাকার ব্যাপারে সম্মত হয়েছেন ৫৪ বছর বয়সী ফরাসি এ কোচ। দুই পক্ষের সমঝোতায় আসার ব্যাপারটি টুইটে জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

দেশম ২০১২ সালের জুনে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। সে সময় দুই বছরের চুক্তিতে দায়িত্ব নিলেও পরে ধাপে ধাপে তা আরও বাড়ানো হয়। সবশেষ চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ফরাসি ফুটবলারদের দায়িত্বে থাকার কথা ছিল দেশমের।

এফএফএফের সাধারণ সভা শেষে শনিবার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশম বলেন, ‘আমি এখন এমন একটা কিছু ঘোষণা করতে যাচ্ছি, যেটি আমার জন্য খুব খুশির। সেই খবরটি হলো আমার (চুক্তির) মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

‘আমাকে সমর্থন দিয়ে যাওয়ার পাশাপাশি আমার ওপর আস্থা রাখায় (এফএফএফ) সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। ফ্রান্স দলকে ঠিকঠাকভাবে চলতে এমন কিছুই দরকার ছিল।’

২০১২ সালে দায়িত্ব নেয়ার পর দেশমের অধীনে ২০১৪ সালের বিশ্বকাপে খেলে ফ্রান্স, তবে সে আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে দলটি। এরপর ২০১৬ সালে ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে হারেন দেশমের শিষ্যরা।

রাশিয়া বিশ্বকাপের পর দেশমের অধীনে ২০২১ সালে ইউরোপিয়ান নেশনস লিগে দ্বিতীয় শিরোপা জেতে ফরাসিরা। আর কাতারে বিশ্বকাপ ট্রফির দ্বারপ্রান্তে গিয়েও তা উঁচিয়ে ধরতে পারেননি তার শিষ্যরা।

এ বিভাগের আরো খবর