বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা মাঠে নামছে মার্চে

  •    
  • ৭ জানুয়ারি, ২০২৩ ১৪:৪০

২০২৪ সালের কোপা আমেরিকার আগে বড় কোনো টুর্নামেন্ট না থাকায় মাঝেমধ্যেই মেসি-ডি মারিয়াদের দেখা যাবে প্রীতি ম্যাচে আকাশি-নীল জার্সিতে। মার্চের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হচ্ছেন, তা এখনও জানায়নি আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ, তবে ম্যাচ দুটি বুয়েনস আইরেসে যে হবে, সেটা নিশ্চিত। 

কাতারে ফিফা বিশ্বকাপ জয়ের পর ফুটবল লিগের খেলা এরই মধ্যে শুরু হয়েছে, তবে আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড়রা এখনও রয়েছেন দারুণ উজ্জীবিত। সে অবস্থা নিয়েই মার্চে আবারও মাঠে নামবেন লিওনেল মেসিরা।

দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করে বলেছে, সব কিছু ঠিক থাকলে মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

২০২৪ সালের কোপা আমেরিকার আগে বড় কোনো টুর্নামেন্ট না থাকায় মাঝেমধ্যেই মেসি-ডি মারিয়াদের দেখা যাবে প্রীতি ম্যাচে আকাশি-নীল জার্সিতে।

মার্চের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হচ্ছেন, তা এখনও জানায়নি আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ, তবে ম্যাচ দুটি বুয়েনস আইরেসে যে হবে, সেটা নিশ্চিত।

ম্যাচ দুটির প্রথমটি হবে ২১ মার্চ। আর দ্বিতীয়টি মাঠে গড়াবে ২৮ মার্চ।

মার্চে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে হতে পারে বলেও জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

এ বিভাগের আরো খবর