ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে এভারটন।
ম্যানইউর হয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ড।
ওল্ড ট্রাফোর্ডে শুক্রবার ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্যে একটি গোল এসেছে অ্যান্টোনির কাছ থেকে। অন্যটি ছিল আত্মঘাতী।
দুর্দান্ত ফর্মে থাকা রাশফোর্ড এভারটনের বিপক্ষে জয়ের ম্যাচে রেখেছেন দারুণ অবদান। তিনটি গোলেই অবদান ছিল ২৫ বছর বয়সী এ তারকার।
ম্যানইউর ঘরের মাঠে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় এভারটন। ৪ মিনিটের মাথায় রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে ব্রাজিলিয়ান তারকা অ্যান্টোনির গোলে লিড নেয় এরিখ টেন হাখের দল।
বেশি সময় অবশ্য লিড ধরে রাখতে পারেনি ম্যানইউ। গোল হজমের ১০ মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরায় এভারটন। কনর কোয়াডির গোলে সমতায় ফিরে দলটি। বিরতির আগে আর কোনো গোলের দেখা পায়নি দুই দলের কেউই।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর হলে ৫২তম মিনিটে সেই কোয়াডির আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এবারও ছিল রাশফোর্ডের ভূমিকা।
ডি বক্সে ঢুকে পাস দিতে চেয়েছিলেন সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু সেই বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়ান কোয়াডি। এতে করে ২-১ গোলে এগিয়ে যায় টেন হাখের শিষ্যরা।
এরপর আক্রমণের ধার বাড়ালেও আর সমতায় ফিরতে পারেনি এভারটন। উল্টো যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল পেয়ে যান রাশফোর্ড। এতে করে শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।