বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চ্যাম্পিয়নদের হারিয়ে বিপিএল শুরু রংপুরের

  •    
  • ৬ জানুয়ারি, ২০২৩ ২৩:৫৫

রনি তালুকদারের রেকর্ডগড়া ঝড়ো ইনিংসের সুবাদে নিজেদের বোর্ডে পাঁচ উইকেট হারিয়ে ১৭৬ রানের পুঁজি দাঁড় করায় রংপুর।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর শুরু করেছে রংপুর রাইডার্স। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে এক আসর পর টুর্নামেন্টে ফেরা রংপুর জয় পেয়েছে ৩৪ রানে।

রাইডার্সদের দেয়া ১৭৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট ধাওয়া করে সব উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে কুমিল্লা।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম হোঁচট খায় কুমিল্লা। ১০ রানে লিটন দাস ফেরেন, সেই থেকে শুরু। এরপর নিয়মিত বিরতিতে পড়তে থাকে গেল আসরের শিরোপাধারীদের উইকেট।

তারকাখচিত দল গড়লেও তারকাদের কেউই হাসান মাহমুদ, রবিউল হক সিকান্দার রাজাদের সামনে খোলস ছেড়ে বের হতে পারেননি।

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। ডাওয়িড মালান করেন ১৭, মোসাদ্দেক হোসেন সৈকত ১৫, জাকের আলী অনিক ১৯ আর সৈকত আলি করেন ১৬ রান।

বাকিদের কেউই ব্যক্তিগত রান নিয়ে যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। মূলত ১১৯ রানে মোসাদ্দেক হোসেন সৈকতের বিদায়ের পর রীতিমতো ভেঙে পড়ে কুমিল্লার ব্যাটিং লাইনআপ।

শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় বর্তমান চ্যাম্পিয়নরা। আর সেই সুবাদে রংপুর পায় ৩৪ রানের জয়।

রংপুরের হয়ে তিনটি উইকেট নেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট নেন রবিউল হক ও সিকান্দার রাজা। আর আজমতউল্লাহ ওমরজাই ও বেনি হাওয়েল ঝুলিতে তুলে নেন একটি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদারের রেকর্ডগড়া ঝড়ো ইনিংসের সুবাদে নিজেদের বোর্ডে পাঁচ উইকেট হারিয়ে ১৭৬ রানের পুঁজি দাঁড় করায় রংপুর।

এ বিভাগের আরো খবর