ব্রাজিলের কিংবদন্তি পেলের মৃত্যুর সপ্তাহ খানেকের মধ্যে ফুটবল বিশ্ব হারাল আরেক গ্রেটকে। ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে চলে গেছেন ইতালির সাবেক স্ট্রাইকার জানলুকা ভিয়াল্লি।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর শুক্রবার ভিয়াল্লির মৃত্যুর খবরটি নিশ্চিত করে। অগ্ন্যাশয়ের ক্যানসার আক্রান্ত হওয়ার পাঁচ বছর পর ৫৮ বছর বয়সে মারা গেছেন তিনি।
ভিয়াল্লির পরিবার এক বিবৃতিতে জানায়, 'আমরা অনেককে ধন্যবাদ জানাই যারা তাকে (ভিয়াল্লি) বছরের পর বছর ধরে তাদের স্নেহের সঙ্গে সমর্থন করেছে। তার স্মৃতি এবং তার অর্জন দিয়ে আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।
২০১৭ সালে প্রথমবার অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পরে ভিয়াল্লির। তিন বছর ক্যানসারের চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে ওঠেন তিনি, গত বছর আবারও ক্যানসার ধরা পরলে ইতালির সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এ তারকা। স্বাস্থ্যের প্রতি নজর দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চেলসির কোচের দায়িত্ব নেয়ার আগে ১৯৯৬ থেকে ১৯৯ সালের মধ্যে ব্লুজের হয়ে ৮৮টি খেলায় ভিয়াল্লি ৪০টি গোল করেন এ ফরোয়ার্ড। জেতেন ৩টি শিরোপা।
এর আগে ইতালির ঘরোয়া লিগে সাম্পাদোরিয়া ও ইউভেন্তাসের হয়ে খেলেছেন। দুটি দলের হয়েই লিগ জিতেছেন। ইউভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন এ তারকা।
জাতীয় দলের জার্সিতে ৫৯ ম্যাচে ১৬টি গোল রয়েছে ইতালিয়ান তারকা ভিয়াল্লির। ক্লাবগুলোর হয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও জাতীয় দলে তিনি তা দেখাতে পারেননি।