বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিতীয় ম্যাচে রংপুরের মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন কুমিল্লা

  •    
  • ৬ জানুয়ারি, ২০২৩ ১৪:৫৩

টুর্নামেন্টের প্রথম দিন শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে কুমিল্লা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

দেশি ও বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়ে কাগজে কলমে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অন্যতম ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ানস। দেশের সেরা দুই পারফরমারকে দলে নিয়েছে কুমিল্লা। এই মুহূর্তে দেশ সেরা ব্যাটার লিটন দাসের সঙ্গে রয়েছেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

অধিনায়ক হিসেবে দক্ষ না হলেও আশ্চর্যজনকভাবে কুমিল্লাকে দুটি শিরোপা এনে দিয়েছেন ইমরুল কায়েস। ফর্ম নিয়ে উদ্বেগ থাকলেও অধিনায়ক হিসেবে দলে আছেন তিনি।

এছাড়া কুমিল্লার বড় শক্তি বিদেশি তারকা ক্রিকেটাররা। সরাসরি চুক্তিতে দলে নেয়া হয়েছে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, আবরার আহমেদ এবং খুশদিল শাহকে।

এর মধ্যে অনিশ্চিত বাঁ-হাতি পেসার আফ্রিদি। ঢাকায় প্রথম লেগে খেলবেন না উইকেটকিপার-ব্যাটার রিজওয়ান। জাতীয় দলের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় অন্তত চারটি ম্যাচ মিস করবেন তিনি। অন্তত প্রথম দু’টি ম্যাচ মিস করবেন লেগ স্পিনার আবরার আহমেদও।। শুরু থেকেই পাওয়া যাবে বাঁ-হাতি ব্যাটার খুশদিল এবং ডানহাতি পেসার হাসানকে।

বিপিএলের শুরু থেকেই আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবিকে পাচ্ছে দল। বাংলাদেশের কন্ডিশনে নবির অফ স্পিন এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ কার্যকর।

রংপুর রাইডার্সকে বরাবরই বিপিএলের বড় দল বলা হয়। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলে নিয়মিত ছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরের আসর গুলোতে দেখা না গেলেও আবারও রংপুরও ফিরেছে এ টুর্নামেন্টে।

নুরুল হাসানের নেতৃত্বে একঝাঁক বিদেশি তারকা খেলবেন রংপুরের জার্সিতে। ড্রাফটের বাইরে থেকে নুরুলের সঙ্গে রংপুরের চুক্তি হয়। এরপর দলটিতে যোগ দেন শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নেওয়াজ, সিকান্দার রাজার মতো অভিজ্ঞরা।

অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের ভিড়ে ড্রাফট থেকে দলে নেয়া মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রকিবুল হাসান, রিপন মণ্ডলরাও থাকছেন।

মালিক, রাজা, নেওয়াজ, রউফ এই তিন অলরাউন্ডার রংপুরের বিদেশি ক্রিকেটারদের নামগুলো প্রতিপক্ষ দলের জন্য ভীতি ছড়াবে।

টুর্নামেন্টের প্রথম দিন শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে কুমিল্লা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

এ বিভাগের আরো খবর