ইংলিশ প্রিমিয়ার লিগে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না চেলসি। শেষ ছয় ম্যাচের চারটিতেই হেরেছে ব্লুজরা। অন্যদিকে জয় পেয়ে পয়েন্ট টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি।
চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে সিটির হয়ে ব্যবধান গড়ে দেন রিয়াদ মাহরেজ।
ম্যাচের শুরুটা ভালো হয়নি চেলসির। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় রাহিম স্টার্লিংকে।
১৬তম মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় ব্লুজরা। ডি বক্সে ক্রিস্টিয়ান পুলিসকিকের দারুণ এক শট রুখে দেন সিটি ডিফেন্ডার জন স্টোনস।
৩৭তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগ পায় ম্যানসিটি। ডি বক্সের ভেতর বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা আর্লিং হালান্ড। এতে করে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দল দুটি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানসিটি। ৪৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে না পেরে আরও একটি সু্যোগ হাতছাড়া করেন হালান্ড। দুই মিনিট পর আকের দারুণ হেড ব্যর্থ হয় পোস্টে লেগে; হাতছাড়া হয় সফরকারীদের দারুণ দুটি সুযোগ।
৫৬তম মিনিটে মৌসুমে নিজের প্রথম গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন দিয়াগো সিলভা, তবে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে বুলেট গতির শটটি জালে জড়াতে ব্যর্থ হন চেলসির অভিজ্ঞ এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।
৬৩তম মিনিটে জ্যাক গ্রিলিশের দুর্দান্ত ক্রসে আলতো টোকায় দূরের পোস্টে জাল খুঁজে নেন মাহরেজ। এই দুজন তিন মিনিট আগে একসঙ্গে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। এরপর বাকি সময়ে দুই দলের কেউই গোলের দেখা পায়নি।
এ জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। সমান ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউক্যাসেল ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড গোল পার্থক্যে পিছিয়ে থেকে রয়েছে চার নম্বরে। আর ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে চেলসি।