রাত পোহালেই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। আসরকে সামনে রেখে এখন চলছে একদম শেষ সময়ের প্রস্তুতি।
তারই ধারাবাহিকতায় কোন দল থাকবে কার অধীনে সেটি জানিয়ে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বরিশাল, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের নাম আগে থেকেই জানিয়ে দেয়া হয়েছিল। শুরুর হওয়ার আগের দিন পর্যন্ত অধিনায়ক কে হচ্ছেন সেটি জানায়নি ঢাকা ও খুলনার ফ্র্যাঞ্চাইজি।
এবারের আসরে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেবেন ইয়াসির আলী রাব্বি। যদিও ধারণা করা হচ্ছিল অধিনায়কের গুরুভার পড়বে তামিম ইকবালের কাঁধে। শেষ পর্যন্ত সেটি হয়নি। রাব্বির কাঁধে পড়েছে দলকে সামলানোর গুরুভার।
এদিকে চমক দেখিয়েছে ঢাকা ডমিনেটর্স। দলে মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার থাকা সত্ত্বেও অধিনায়কের দায়িত্বভার তারা বুঝিয়ে দিয়েছে নাসির হোসেনের ওপর।
ঢাকা ডমিনেটর্স: নাসির হোসেন
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম
সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মোর্ত্তজা
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান
খুলনা টাইগার্স: ইয়াসির আলী রাব্বি
রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান