বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) দাবি করা হয় বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে সময়ের সঙ্গে সঙ্গে জৌলুস হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটের এ ফ্ল্যাগশিপ আসর।
এখন এই টুর্নামেন্টে বড় কোনো বিদেশি তারকা খেলতে আসেন কদাচিৎ। থাকে না উন্নত প্রযুক্তি, বাড়েনি খেলার মান।
এমন বাস্তবতায় বিপিএল নিয়ে বেশ কঠোর সমালোচনা করেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান।
বুধবার সাংবাদিকদের সাকিব বলেন, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছানোর সুযোগ থাকে। তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’
সাকিবের দেয়া এমন বক্তব্যের পর বিসিবি চুপ থাকেনি। দেশসেরা খেলোয়াড়ের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বোর্ড। তাদের দাবি, সাকিব বিসিবির সব সীমাবদ্ধতার কথা জানেন না।
বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যমকে এমনটা জানান।
বিপিএলের টাইটেল স্পনসরশিপ ঘোষণা অনুষ্ঠানে বিসিবি সিইওর কাছে সাকিবের বিষয়টি তোলা হলে তিনি আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি না হলেও তিনি বলেন, ‘সাকিব কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন সেটা আমাদের জানা নেই। সাকিব যদি আমাদের ভেতরের অবস্থা জানতেন তাহলে হয়তো এ রকম বলতে পারতেন না।’