আল নাসরে খেলার জন্য মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে পা রাখেন ক্রিস্টিয়ানো রোনালডো। মহাতারকার আগমনের পর থেকেই শুরু হয় ভক্তদের উন্মাদনা। ক্লাবে মেডিক্যাল শেষে সন্ধ্যায় আল নাসরের স্টেডিয়াম মেরসুল পার্কে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সামনে উপস্থিত করা হয় রোনালডোকে।
পাঁচবারের ব্যলন ডরজয়ী তারকাকে দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ২৫ হাজার দর্শক। এরপর ক্লাব সতীর্থদের সঙ্গে রোনালডো একটি উন্মুক্ত অনুশীলন সেশনে অংশ নেন।
আল নাসরের ড্রেসিংরুমে নিজের ৭ নম্বর জার্সি হাতে রোনালডো। ছবি: টুইটার
ক্লাবের টানেলে রোনালডো। ছবি: টুইটার
স্টেডিয়ামে নামছেন রোনালড। ছবি: টুইটার
আল নাসরের স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে রোনালডো। ছবি: এএফপি
অনুশীলনে নামার আগে ক্লাবের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে রোনালডো। ছবি: টুইটার
আল নাসরের মাঠে উন্মুক্ত অনুশীলন সেশনে রোনালডো। ছবি: টুইটার