বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কালের অধ্যায় শেষে সমাহিত পেলে

  •    
  • ৪ জানুয়ারি, ২০২৩ ১৪:২৮

লাখ লাখ সমর্থকের শ্রদ্ধা শেষে কিংবদন্তিকে নেয়া হয় পৃথিবীর সবচেয়ে উঁচু সমাধিক্ষেত্র মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকাতে।

কিংবদন্তি পেলের ফুটবল ক্যারিয়ার যেখান থেকে শুরু মৃত্যুর পর তাকে সেই সান্তোসের মাঠে রাখা হয়েছিল ২৪ ঘন্টা। সেখান থেকে লাখ লাখ সমর্থকের শ্রদ্ধা শেষে কিংবদন্তিকে নেয়া হয় পৃথিবীর সবচেয়ে উঁচু সমাধিক্ষেত্র মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকাতে।

তিনদিনের জাতীয় শোক পালন শেষে এ ভবনে ব্রাজিলিয়ান এ আইকনকে সমাহিত করা হয়েছে।

সমাহিত করার আগে প্রিয় ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে ভালোবাসা ও শ্রদ্ধা জানান সমর্থকরা। তাকে শ্রদ্ধা জানাতে শেষকৃত্যে যোগ দিয়েছিলেন সাবেক ও বর্তমান ফুটবলাররা।

শেষবারের মতো প্রিয় তারকাকে বিদায় জানান দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। কঠিন সময়ে পেলের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

পেলের শেষকৃত্যের মিছিলটি শতবর্ষী মা সেলেস্তে আরন্তেসের বাড়ির পাশ দিয়ে যায়। এ সময় তৈরি হয় আবেগাপ্লুত পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা। অবশেষে শোক মিছিল এসে পৌঁছায় একিউমেনিকাতে।

সান্তোসের মাঠে পেলেকে শেষ শ্রদ্ধা জানান হাজারো সমর্থক। ছবি: টুইটার

এর আগে নভেম্বরের শেষ দিকে কোলন ক্যানসারে আক্রান্ত পেলের হৃদযন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় সাও পাওলোর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ফুটবল সম্রাট খ্যাত পেলে চলে গেলেও রয়ে গেছে ফুটবল মাঠে তার অসাধারণ সব কীর্তি। দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের অসংখ্য গোল ও শিরোপা উপহার দেয়ার পাশাপাশি দিয়েছেন স্মরণীয় দারুণ কিছু মুহূর্ত।

এ বিভাগের আরো খবর