সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালডোর চুক্তি হয়েছে গত মাসে। দেশটির লিগে নয়বারের চ্যাম্পিয়ন ক্লাবটি মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পর্তুগিজ তারকাকে নিয়ে।
ক্যারিয়ারের পুরো সময় ইউরোপে কাটালেও শেষবেলায় এশিয়াতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ৩৭ বছর বয়সী রোনালডো। মঙ্গলবার রাতে নতুন ক্লাবে পরিচয় করিয়ে দেওয়া হয় সিআরসেভেনকে।
ক্লাবটির মাঠে ২৫ হাজার দর্শকের সামনে সংবাদ সম্মেলনে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় পাঁচবারের ব্যালন ডরজয়ী রোনালডোকে।
সংবাদ সম্মেলনে রোনালডো বলেন, ‘ইউরোপে আমার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি। এখানে দারুণ রোমাঞ্চিত আমি। সৌদি আরবের মানুষ চমৎকার।’
সৌদির এ ক্লাবে যোগ দেয়া নিয়ে বলেন, ‘ইউরোপের অনেক ক্লাবে খেলার সুযোগ পেয়েছি। এমনকি ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং পর্তুগাল থেকেও ডাক পেয়েছিলাম, তবে আমি চেয়েছি নিজের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাবকে বেড়ে উঠতে সহযোগিতা করা।
‘এমন একটি সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত, তবে লোকে কী বলল তা নিয়ে কখনও ভাবি না।’
তিনি আরও বলেন, ‘আমি অনন্য খেলোয়াড়। ইউরোপে সব রেকর্ড ভেঙেছি। এখানেও কিছু রেকর্ড ভাঙতে চাই।’
সংবাদ সম্মেলনের আগে আরবের ঐতিহ্যবাহী পোশাক পরে সন্তানদের নিয়ে মাঠে ছিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।
অনুষ্ঠান শেষে আরবি ভাষায় সবাইকে অভিবাদন জানিয়ে মাঠ ছাড়েন রোনালডো।