বছরের শুরুতে দুঃসংবাদ পেল টেনিস বিশ্ব। সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা ক্যানসারে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে গলা ও স্তন ক্যানসার ধরা পড়েছে কিংবদন্তি তারকার।
বিবিসি জানিয়েছে, ৬৬ বছর বয়সী নাভ্রাতিলোভার দুই ধরনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে। যে কারণে দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকেরা। এ মাসের শেষদিকে নিউইয়র্কে চিকিৎসা শুরু করবেন নাভ্রাতিলোভা।
নাভ্রাতিলোভা বলেন, ‘এক সঙ্গে দুই জায়গায় ক্যান্সার হওয়াটা খুবই জটিল বিষয়। তবে আশা করছি আমি সুস্থ হয়ে উঠব। এটি নিয়ে কিছুদিন ভুগতে হবে। তবে আমি সুস্থ হওয়ার জন্য লড়াই চালিয়ে যাব।’
১৮ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা এর আগে ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেবার ছয় মাসের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠেন।
টেনিস থেকে ১৯৯৪ সালে অবসর নেন আমেরিকান তারকা নাভ্রাতিলোভা। তবে ২০০০ সাল পর্যন্ত ডবলস খেলেছেন। মাঝে মধ্যে সিঙ্গলসও খেলেছেন।
উন্মুক্ত যুগে নারী টেনিস তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ৫৯ টি শিরোপা জিতেছেন নাভ্রাতিলোভা। ১৮ টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডনের জিতেছেন ৯ টি। ইউএস ওপেনে ৪ টি, অস্ট্রেলিয়ান ওপেনে ৩ টি ও ফ্রেঞ্চ ওপেনে জিতেছেন ২টি শিরোপা।