বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ

  •    
  • ৩ জানুয়ারি, ২০২৩ ১৪:৫৯

৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের এবারের আসরের টিকিট বিক্রি শুরু হবে ৪ জানুয়ারি বুধবার থেকে। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশে টিকিট বুথে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা উঠছে শুক্রবার। টুর্নামেন্ট সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের এবারকার ম্যাচগুলো। প্রতিদিন দুইটি করে ম্যাচ হবে। এক টিকিটেই দেখা যাবে দুইটি খেলাই।

ইস্ট স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারিত হয়েছে ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ (শহীদ মুশতাক অ্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারিত হয়েছে ৫০০ টাকা।

ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। আর গ্র‍্যান্ড স্ট্যান্ডে বসে ম্যাচ উপভোগ করতে গুনতে হবে ১৫০০ টাকা।

৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের এবারের আসরের টিকিট বিক্রি শুরু হবে ৪ জানুয়ারি বুধবার থেকে।

টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশে টিকিট বুথে।

বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার বেলা আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি।

দিনের অপর ম্যাচে সন্ধ্যা সোয়া সাতটায় লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

এ বিভাগের আরো খবর