বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ মুহূর্তে ভিক্টোরিয়ানসে মালান

  •    
  • ৩ জানুয়ারি, ২০২৩ ১৫:০০

বিপিএলের ২০১৯-২০ আসরে কুমিল্লার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন মালান। সেবার ১১ ম্যাচে মাঠে নেমে এক সেঞ্চুরির সাহায্যে করেন ৪৪৪ রান। ব্যাটিং গড় ছিল ৪৯.৩৩।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর শেষ মুহূর্তে ইংল্যান্ডের তারকা ব্যাটার ডাউয়িড মালানকে দলে টেনেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার একটি পোস্ট করে জানানো হয়, ‘ওয়ার্ল্ড ক্লাস ইংলিশ টপ অর্ডার ব্যাটার, টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে এক বিধ্বংসী নাম ডাউয়িড মালান এবার বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সি গায়ে মাঠ মাতাবেন। মালানকে ভিক্টোরিয়ানস পরিবারে স্বাগত।’

এর আগে বিপিএলের ২০১৯-২০ আসরে কুমিল্লার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন মালান। সেবার ১১ ম্যাচে মাঠে নেমে এক সেঞ্চুরির সাহায্যে করেন ৪৪৪ রান। ব্যাটিং গড় ছিল ৪৯.৩৩।

চোটের কারণে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির খেলা অনিশ্চিত হয়ে পড়ার কয়েক ঘণ্টার ব্যবধানে মালানের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে তিনবারের চ্যাম্পিয়ন দলটি।

যদিও কুমিল্লার হয়ে খুব বেশি ম্যাচে মাঠ মাতাতে পারবেন না ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম দুই ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবেন তিনি। সেখানে আইএলটি টোয়েন্টিতে অংশ নেবেন তিনি।

মালানের অন্তর্ভুক্তির বিষয়টি নিজেই এক ভিডিও বার্তায় জানান তিনি। যেখানে মালান বলেন, ‘২০২৩ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমি মুখিয়ে আছি।’

এ বিভাগের আরো খবর