পূর্ব ঘোষণা অনুযায়ী মৃত্যুর চার দিন পর সোমবার ভোরে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলের মরদেহ আনা হয় প্রিয় ক্লাব সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখানেই তাকে রাখা হবে ২৪ ঘণ্টা। শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ। মঙ্গলবার সম্পন্ন হবে শেষ কৃত্য।
সকাল থেকেই ভিলা বেলমিরোর আশপাশে ভিড় জমতে থাকে সাধারণ মানুষের। পেলের মরদেহ রাখা হয় স্টেডিয়ামের মাঝে তৈরি করা অস্থায়ী একটি মঞ্চে। সেখানে কফিনের ওপরের অংশ খুলে দেয়া হয়।
পেলের কপালে হাত রেখে প্রার্থনা করে শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া শুরু করেন ছেলে এডিনহো। তার পর পেলের স্ত্রী মার্সিয়া আয়োকি একটি ক্রুশ পেলের দেহের ওপরে রাখেন।
সকাল ১০টা থেকে সাধারণ মানুষের জন্যে স্টেডিয়ামের দরজা খুলে দেয়া হয়। সাধারণ মানুষের ভিড়ে হাজির ছিলেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি গিলমার মেন্দেস।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার সভাপতি আলেসান্দ্রো ডোমিঙ্গেজকে দেখা যায় শেষ শ্রদ্ধা জানাতে। এ সময় উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও।
স্টেডিয়ামে ছিল তিনটি পতাকা। তার একটিতে পেলের ছবি এবং ১০ নম্বর জার্সি আঁকা। অন্য একটিতে লেখা ছিল, ‘রাজা দীর্ঘজীবী হোন’।
দুপুরে সাও পাওলোর রাস্তায় পেলের স্মরণে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এটি পেলের মায়ের বাড়ির পাশ দিয়ে যায়। সান্তোস স্টেডিয়ামে গিয়ে সেই মিছিল শেষ হয়।