বাংলাদেশের ক্রিকেটে গত বছর শেষ চমকটি ছিল জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগ। জাতীয় দলের কোচিং প্যানেল থেকে তার ইস্তফা দেয়ার পর গুঞ্জন শুরু হয় কে হতে যাচ্ছেন টাইগারদের নতুন কোচ?
বোর্ডের সূত্রমতে টাইগারদের হেড কোচের দায়িত্ব ফের বুঝে নিতে যাচ্ছেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বোর্ড তাকেই এগিয়ে রাখছেন টাইগারদের নতুন গুরু হিসেবে দায়িত্বভার বুঝিয়ে দিতে।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে ছিলেন হাথুরু। ২০১৬ সালে তারই অধীনে থাকা অবস্থায় অভিষেক হয়েছিল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। হাথুরুকে তিনি পেয়েছিলেন কেবল এক বছরের জন্য।
সেই মিরাজ নিজের পারফরম্যান্সে জাতীয় দলের অন্যতম ভরসার পাত্র হয়ে উঠেছেন। যে গুরুর অধীনে অভিষেক তারই ফিরে আসার গুঞ্জন চলছে। শেষ পর্যন্ত সেটা সত্যি হলে ব্যক্তিগতভাবে বেশ খুশি হবেন মিরাজ।
এমনটাই জানিয়েছেন সোমবার ফরচুন বরিশালের অনুশীলনের পর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘অবশ্যই, যেহেতু ওর অধীনে আমার অভিষেক হয়েছিল।’
তবে কোচ হিসেবে যিনিই আসুক না কেন, নিজেকে দলে টিকিয়ে রাখতে পারফরম্যান্সের বিকল্প দেখছেন না মিরাজ।
তিনি বলেন, ‘দিন শেষে আমাকে পারফর্ম করতে হবে। পারফর্ম করতে না পারলে দলে আমি খেলতে পারব না, সেটা যেই কোচই আসুক না কেন। দিন শেষে আমাকে পারফর্ম করেই খেলতে হবে।’
‘কোচ আমাকে পছন্দ করুক বা না করুক এটা বড় বিষয় নয়। পছন্দ তখনই করে যখন পারফরম্যান্স ভালো হয়। তাই পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ। যে কোচই আসুক না কেন।’