বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাতালান ডার্বিতে পয়েন্ট হারাল বার্সেলোনা

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২২ ২৩:২৬

পয়েন্ট ভাগাভাগির ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন অ্যান্তোনিও মাতেও লাহোজ। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রেকর্ড ১৮টি কার্ড দেখিয়েছিলেন এই রেফারি। লা লিগায় দুই দলকে ১৪টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ডসহ মোট ১৬টি কার্ড দেখান ম্যাক্সিকান এই রেফারি।

ন্যু ক্যাম্পে কার্ডের ছড়াছড়ির ম্যাচে এস্পানিওলের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে বছর শেষ করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগার নিজেদের চলতি বছরের শেষ ম্যাচটায় ১-১ গোলে ড্র করেছে দুই দল।

পয়েন্ট ভাগাভাগির ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন অ্যান্তোনিও মাতেও লাহোজ। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রেকর্ড ১৮টি কার্ড দেখিয়েছিলেন এই রেফারি। লা লিগায় সেই রেকর্ড ভাঙতে না পারার আফসোস তার থাকলেও গিয়েছিলেন কাছাকাছি।

দুই দলকে ১৪টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ডসহ মোট ১৬টি কার্ড দেখান ম্যাক্সিকান এই রেফারি। দুই দলের বেঞ্চের খেলোয়াড় থেকে শুরু করে বার্সেলোনা কোচ কেউই বাদ যাননি কার্ড দেখা থেকে।

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতেই কিংবদন্তি পেলের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। গাভির নেয়া জোড়ালো শট ঠেকিয়ে প্রাথমিক বিপর্যয় এড়ান এস্পানিওল গোলরক্ষক আলভারেস।

তরে শট ঠেকিয়ে দিলেও পাওয়া কর্নার থেকে ঠিকই লিড নেয় বার্সা। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের হেড থেকে বল পেয়ে সেটি হেডের মাধ্যমেই জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মার্কোস আলোনসো।

এরপর বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা।

বিরতির পর ৭৩তম মিনিটে সফল স্পট কিক থেকে এস্পানিওলকে সমতায় ফেরান হোসেলু। বার্সার ডি বক্সে হোসেলুর গায়ে মৃদু ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ফাউলের বাঁশি বাজান মাতেও লাহোজ। আর তাতেই ঘটে বিপত্তি।

‘বিতর্কিত পেনাল্টির’ সেই সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে ছড়িয়ে পড়ে উত্তাপ। আর তাতেই সাইড বেঞ্চে বসা ফুটবলারসহ বার্সা কোচকেও হলুদ কার্ড দেখান রেফারি।

শেষ পর্যন্ত আর গোলের দেখা না পাওয়ায় ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

তবে ড্র করলেও বছরের শেষটা মধুর হয়েছে কাতালানদের। কেননা রিয়ালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে বার্সা।

এ বিভাগের আরো খবর