ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন প্রকাশ করেছে বোলারদের বর্ষসেরা বোলিং স্পেলের তালিকা। এই তালিকার সেরা পাঁচ বোলারদের মধ্যে জায়গা করে নিয়েছেন টাইগার পেইসার তাসকিন আহমেদ।
তালিকার তৃতীয় সেরা স্পেল এসেছে তাসকিনের হাত ধরে। চলতি বছরের মার্চে সেঞ্চুরিয়ানে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৫ রানের খরচায় ঝুলিতে তিনি উঠিয়ে নেন পাঁচ উইকেট। তার বোলিং ফিগার ছিল: ৯-০-৩৫-৫।
উইজডেনের চোখে বছরের সেরা স্পেল করেছেন ভারতের জশপ্রিত বুমরাহ। জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে বুমরাহ ৭.২ ওভারে তিন মেইডেনসহ ১৯ রানের খরচায় বাগিয়ে নিয়েছিলেন ছয় উইকেট।
ইংলিশ পেসার রিস টপলে রয়েছেন তালিকার দুইয়ে। ভারতের বিপক্ষে জুলাইয়ে ৯.৫ ওভারে দুই মেইডেনসহ ২৪ রান খরচ করে ঝুলিতে পুরেন তিনি ছয় উইকেট। আর সেই সুবাদেই নাম লেখান উইজেডেনের বর্ষসেরা দ্বিতীয় সেরা স্পেল করা বোলার হিসেবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওভার হাত ঘুরিয়ে ১০ রানের খরচায় পাঁচ উইকেট তুলে তালিকার চার নম্বরে আছেন জিম্বাবুয়ের রায়ান বুর্ল।
তালিকার পাঁচে আছেন অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে ৩৫ রান দিয়ে তিনি শিকার করেছিলেন পাঁচ উইকেট।