কাতার বিশ্বকাপে বেলজিয়ামের স্কোয়াডে ছিলেন ডিফেন্ডার ভাউট ফায়েস। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ক্লাব ফুটবলেও টালমাটাল এই ডিফেন্ডার। সাত মিনিটের ব্যবধানে নিজেদের জালে দুইবার বল জড়ান। আর বেলজিয়ান এই ডিফেন্ডারের জোড়া আত্মঘাতী গোলে কোনো গোল না করেও জয় পায় লিভারপুল।
অ্যানফিল্ডে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লেস্টার সিটিকে। শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতে লিভারপুল। এ নিয়ে টানা চার জয় পেল অলরেডরা।
কিংবদন্তি পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় মাঠের লড়াই। ম্যাচে শুরুর চার মিনিটের মধ্যে দারুণ নৈপুণ্যে লেস্টারকে এগিয়ে নেন কির্নান ডিউজবুরিহল। এতে করে ম্যাচের শুরুতেই ১-০ গোলে লিড নেয় লেস্টার।
শুরুর ধাক্কা সামলে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। একের পর এক আক্রমণে গেলেও গোলের দেখা পাচ্ছিল না সালাহ-নুনিয়েজরা।
২৭তম মিনিটে মোহামেদ সালাহ বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এর ১১ মিনিট পর প্রতিপক্ষের দুর্ভাগ্যে গোল পেয়ে যায় লিভারপুল।
ডান দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কোনাকুনি শট ঠেকাতে পা বাড়ান ডিফেন্ডার ফায়েস। কিন্তু বল তার পায়ে লেগে গোলরক্ষকের ওপর দিয়ে জালে জড়ালে সমতায় ফেরে লিভারপুল।
এর সাত মিনিটের মধ্যে একই ভুল করেন ফায়েস। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো জালে ঠেলে দেন কাতার বিশ্বকাপের বেলজিয়াম স্কোয়াডের এই সেন্টার-ব্যাক।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দুই দলের কেউই আর কোনো গোলের দেখা পায়নি। এতে করে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। দুইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান সাবেক লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির।