বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২২ ১১:১৩

এই জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩৭ পয়েন্ট নিয়ে নেমে গেল ২ নম্বরে। আর ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ভায়াদোলিদ।

চোটের কারণে কাতার বিশ্বকাপ খেলতে না পারলেও কারিম বেনজেমা ক্লাব ফুটবলে ফিরেছেন দারুণ ছন্দ নিয়ে। দীর্ঘ বিরতির পর লা লিগায় রিয়ালের হয়ে মাঠে নেমে জোড়া গোল করলেন ফরাসি এ স্ট্রাইকার।

ঘরের মাঠে শুক্রবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে হেরে যায় স্বাগতিক ভায়াদোলিদ। শেষ দিকে স্পট কিকে দলকে এগিয়ে নেন বেনজেমা। এরপরই ব্যবধান বাড়ান এই ফরাসি ফুটবলার।

ম্যাচের শুরুতে ফুটবল কিংবদন্তি পেলের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। ১৭ মিনিটের মাথায় আক্রমণে যায় রিয়াল মাদ্রিদ, তবে ভায়াদোলিদের গোলরক্ষক জর্দি মাসিপ ঝাঁপিয়ে কোনো রকমে রক্ষা করেন দলকে।

৩০তম মিনিটে পাল্টা আক্রমণে যায় ভায়াদোলিদ। সের্হিও লিওনের শট ঠেকিয়ে দেন রিয়ালের ত্রাতা গোলরক্ষক থিবো কোর্তোয়া। দুই মিনিট পর আবারও আক্রমণে যায় রিয়াল, তবে ভিনিসিয়াসের শট এবারও ঠেকিয়ে দেন মাসিপ।

বিরতির আগে দুই দলই একে অপরকে আক্রমণ করলেও গোলশূন্য থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে দল দুটি।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ওঠে দুই দলই। ৭৯তম মিনিটে বেনজেমার এক শট কর্নারের বিনিময়ে রুখে দেন ভায়াদোলিদ গোলরক্ষক, কিন্তু এর সুফল পায় মাদ্রিদ। ভিএআরের সহায়তায় দেখা যায় সানচেসের হাতে যায় বলটি। যে কারণে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এতে ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখান লিওন। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। পরে ঠান্ডা মাথার স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। চলতি আসরে ৮ ম্যাচে এটি বেনজেমার সপ্তম গোল। ১৩ গোল করে চূড়ায় বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোভস্কি।

৮৯তম মিনিটে স্কোরলাইন ২-০ তে পরিণত করেন বেনজেমা। এডুয়ার্ডো কামাভিঙ্গার কাছ থেকে বল পেয়ে জালে জড়ান রিয়াল অধিনায়ক। এতে করে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩৭ পয়েন্ট নিয়ে নেমে গেল ২ নম্বরে। আর ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ভায়াদোলিদ।

এ বিভাগের আরো খবর