তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে পুরো ক্রীড়াঙ্গনে বইছে শোকের হাওয়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রথি-মহারথিরা তার জন্য শোক প্রকাশ করেন। পেলের পরিবারকে জানান সমবেদনা।
ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার শোক প্রকাশ করে টুইট করে লিখেন, ‘শুধু ফুটবলের নয়, পুরো বিশ্বের জন্য এটি একটি বড় ক্ষতি। খেলাধুলার মধ্যেই আপনি বেঁচে থাকবেন চিরদিন। শান্তিতে থাকুন পেলে।’
ভারতের আরেক ক্রিকেটার ইউভরাজ সিং টুইট হ্যান্ডলে লেখেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ লেজেন্ড। আপনাকে চিরতরে হারালাম, মিস করব অনেক। তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার ও মাঠের একজন নীরব সৌন্দর্য আপনি। আপনি একমাত্র কারণ, যাকে দেখে লাখ লাখ খেলোয়াড় ফুটবলে এসেছে। শান্তিতে বিশ্রাম নিন।’
সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্ট টুইট করে লেখেন,‘একজন স্পোর্টিং কিংবদন্তি। শান্তিতে বিশ্রাম নিন রাজা পেলে।’
স্প্যানিশ টেনিস তারকা ও ২২ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী রাফায়েল নাদাল লেখেন, ‘আজ ফুটবল বিশ্বের জন্য, ক্রীড়া জগতের জন্য একটি দুঃখজনক দিন। তার উত্তরাধিকার চিরকাল থাকবে। আমি তাকে খেলতে দেখিনি, আমি ভাগ্যবান ছিলাম না। আমি অনুধাবন করি সে ফুটবলের রাজা।’