বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেলের শেষকৃত্য কোথায় ও কবে

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২২ ১১:১১

শেষকৃত্য শেষে পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে। সমাহিত করার অনুষ্ঠানটিতে জনসাধারণের প্রবেশাধিকার থাকবে না।

বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান ফুটবল সম্রাট পেলে। ৮২ বছর বয়সে মারা যান তিনি।

রীতি অনুযায়ী সমাহিতের জন্য মরদেহ প্রস্তুত করা হবে আলবার্ট আইনস্টাইন স্টেডিয়ামে। মৃত্যুর পর যেখান থেকে জাদুকর পেলের উত্থান, সেখানেই তাকে আবার নিয়ে যাওয়া হবে শেষ বিদায় জানানোর জন্য।

২ জানুয়ারি (সোমবার) সকালে সান্তোস ক্লাব প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে কিংবদন্তি এই ফুটবলারকে।

সান্তোসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্টেডিয়ামের মাঝমাঠে ২৪ ঘণ্টা পেলের মরদেহ রাখা হবে। সেখানেই ‘ফুটবল রাজা’কে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন জনসাধারণ।’

শেষকৃত্য শেষে পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে। সমাহিত করার অনুষ্ঠানটিতে জনসাধারণের প্রবেশাধিকার থাকবে না।

ইতোমধ্যে কিংবিদন্তি এই তারকার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

এ বিভাগের আরো খবর