সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে মজবুত অবস্থানে পৌঁছেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের ২০০* রানের ইনিংসের সুবাদে পাকিস্তানের বিপক্ষে ১৭৪ রানের লিড নেয় সফরকারী দল।নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৭৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক দল। এখনও তারা ৯৭ রানে পিছিয়ে।
৬ উইকেটে ৪৪০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের মতো ব্ল্যাকক্যাপ ব্যাটারদের নেতৃত্ব দেন অভিজ্ঞ উইলিয়ামসন। ইশ সোধিকে নিয়ে সপ্তম উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন তিনি।
সোধি ৬৫ রান করে আউট হন। অন্য প্রান্তে ক্যারিয়ারের ৫ম ডাবল সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। ২০০ রানে অপরাজিত থাকেন তিনি। নিউজিল্যান্ড ৯ উইকেটে ৬১২ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে।
পাকিস্তানের হয়ে স্পিনার আবরার আহমেদ ২০৫ রানে ৫ উইকেট নেন। আরেক স্পিনার নুমান আলি ১৮৫ রানে নেন ৩ উইকেট।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ শফিক ও শান মাসুদের উইকেট হারিয়ে দিন শেষ করেছে পাকিস্তান।
শফিককে ১৭ রানে আউট করেন মাইকেল ব্রেসওয়েল আর মাসুদকে ১০ রানে এলবিডব্লিউ করেন সোধি।