আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ভারতের ভিরাট কোহলিকে পেছনে ফেলেছেন লিটন দাস। ৭০২ রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠে এসেছেন লিটন।বুধবার বিকেলে প্রকাশিত সবশেষ তালিকায় বাংলাদেশের পক্ষে টেস্ট ফরম্যাটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুমিনুল হক, জাকির হাসান ও নুরুল হাসানের। বোলিংয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলাম-মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক সাকিব আল হাসানের।ঢাকায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২৫ ও ৭৩ রান করেন লিটন। দ্বিতীয় ইনিংসে তার ৭৩ রানের সুবাদে ভারতকে ১৪৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। কোহলি দুই ধাপ পিছিয়ে আছেন ১৪ নম্বরে।দ্বিতীয় টেস্টে ৮৯ রান করেছেন মোমিনুল। পাঁচ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে আছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজে অভিষেক হয় ওপেনার জাকিরের। চট্টগ্রামে প্রথম টেস্টে সেঞ্চুরি করেন তিনি। তার অবস্থান ৭০। পাঁচ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে উঠেছেন নুরুল হাসান সোহান।বোলিংয়ে ঢাকা টেস্টে মিরাজ ৬ ও তাইজুল ৪ উইকেট নেন। দুইজনই দুই ধাপ করে এগিয়েছেন। বোলিং তালিকায় তাইজুল ২৮ ও মিরাজ ২৯তমস্থানে আছেন। মিরাজের মত ঢাকা টেস্টে ৬ উইকেট নেন সাকিব। এক ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন টাইগার অধিনায়ক।টেস্টে ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন যথাক্রমে মারনাস ল্যাবুশেইন ও প্যাট কামিনস। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছেন রভিন্দ্র জাদেজা।
কোহলিকে পেছনে ফেললেন লিটন
৭০২ রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠে এসেছেন লিটন। র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। কোহলি দুই ধাপ পিছিয়ে আছেন ১৪ নম্বরে।
-
ট্যাগ:
- বাংলাদেশ ক্রিকেট
- লিটন
এ বিভাগের আরো খবর/p>