বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডোর জন্য প্রস্তুত আল-নাসরের মেডিক্যাল বোর্ড

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২২ ১৫:৪৬

ইউরো স্পোর্টসের সূত্রমতে ইউরোপিয়ান শীর্ষ ক্লাবগুলো পর্তুগিজ তারকাকে দলে ভেড়াতে অনীহা দেখালে সৌদি আরবের আল-নাসরেই হতে যাচ্ছে সিআর সেভেনের পরবর্তী ঠিকানা। তাদের দাবি, রোনালডোর স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মাঠে নামানোর জন্য বিশেষ মেডিক্যাল বোর্ডও প্রস্তুত রেখেছে আল নাসর। 

শীতকালীন দলবদল শুরু হতে আর বাকি তিন দিন। এখনও নতুন ক্লাব খুঁজে পাননি ক্রিস্টিয়ানো রোনালডো। একই সঙ্গে জোরাল হচ্ছে তার সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেয়ার গুঞ্জন।

পাঁচবারের ব্যালন ডরজয়ী রোনালডো নভেম্বরের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি-এজেন্টে পরিণত হন। ইউনাইটেডে তিনি দ্বিতীয় মেয়াদে যোগ দিয়েছিলেন। ইউরো স্পোর্টসের সূত্রমতে, ইউরোপিয়ান শীর্ষ ক্লাবগুলো পর্তুগিজ তারকাকে দলে ভেড়াতে অনীহা দেখালে সৌদি আরবের আল-নাসরেই হতে যাচ্ছে সিআর সেভেনের পরবর্তী ঠিকানা।

তাদের দাবি রোনালডোর স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মাঠে নামানোর জন্য বিশেষ মেডিক্যাল বোর্ডও প্রস্তুত রেখেছে আল নাসর।

আড়াই বছরের চুক্তিতে তাকে ২০ কোটি ইউরোর প্রস্তাব দেয়া হবে সৌদি ক্লাবটির পক্ষ থেকে। এর সঙ্গে বাড়তি হিসেবে রোনালডোর ইমেজ-স্বত্বও চুক্তিতে যোগ হতে পারে।

মৌসুমের শুরু থেকে রোনাল্ডো চেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে অেংশ নেওয়া কোনো ক্লাবে খেলতে। তবে চেষ্টা করেও শেষ পর্যন্ত নিজের জন্য কাঙ্ক্ষিত কোনো ক্লাব খুঁজে পাননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। অবশেষে সৌদি ক্লাবের দেওয়া অর্থনৈতিকভাবে লোভনীয় প্রস্তাবই গ্রহণ করতে যাচ্ছেন রোনালডো।

এ বিভাগের আরো খবর