ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা লিওনেল মেসির দারুণ ভক্ত। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর খুদে জিভার বায়না ছিল বিশ্বসেরা ফুটবলারের জার্সি।
বাবা ধোনি মেয়ের এই আবদার পৌঁছে দিয়েছেন মেসির কানে। আর জিভাকে অবাক করে দিয়ে মেসি আর্জেন্টিনার ১০ নম্বর একটি জার্সি পাঠিয়ে দিয়েছেন নিজে সই করে।
সইয়ের পাশাপাশি জার্সিতে লেখা ‘পারা জিভা’ (জিভার জন্য)।
বিশ্বকাপজয়ী অধিনায়কের জার্সি পেয়ে মহাখুশি জিভা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছে ছবি। নিচের ক্যাপশনে লেখা, ‘লাইক ফাদার, লাইক ডটার’ (যেমন বাবা, তেমন মেয়ে)।
২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি মেসির অন্ধভক্ত। বহুবার এ কথা মিডিয়াকে নিজেই বলেছেন।