ফিফা বিশ্বকাপের সদ্য সমাপ্ত আসরে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আর শিরোপাজয়ের পর থেকে স্নায়ু যুদ্ধ চলছে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ও ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের মধ্যে।
শুরুটা করেছিলেন এমবাপে। তিনি লাতিন আমেরিকার ফুটবল নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। সেই ঘটনার জের ধরে ফাইনালের আগে এমবাপের মন্তব্যের জবাব দেয়া শুরু করেন মার্তিনেস।
বিশ্বকাপ জয়ের পর ড্রেসিংরুমে এমবাপেকে কটাক্ষ করে গানও গেয়েছেন মার্তিনেস। এমনকি নিজ দেশে শিরোপাজয়ের উৎসবের সময়ও ফরাসী এ স্ট্রাইকারকে বিদ্রূপ করতে দেখা গিয়েছিল মার্তিনেসকে।
দেশবাসীর সঙ্গে উদযাপনের একটা মুহূর্তে দেখা যায় লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে রয়েছেন মার্তিনেস। তার হাতে রয়েছে এমবাপের মুখাবয়বের একটি পুতুল।
এত কিছুর পরও নিজ গোলকিপারের আচরণে মুখে কুলুপ এটে রেখেছেন মেসি। তবে মেসিকে সবকিছুর জন্য দায়ী করতে রাজি নন পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ে।
তিনি বলেন, ‘আমি তাদের মধ্যকার সম্পর্ক আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। এটা এমন না যে মেসি এমবাপেকে হেয় করেছে। ফাইনালের পর আমি যা দেখেছি সেটা বিচার করেই বলছি গোলকিপারের আচরণের সঙ্গে মেসিকে জড়ানোর কোন মানেই হয় না।’
মেসি ও এমবাপের সম্পর্কেও ফাটল ধরেনি বলে জানিয়েছেন গালতিয়ে।
তিনি যোগ করেন, ‘মূল ব্যাপার হচ্ছে খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক। হারের পরও এমবাপের মনোভাব ভালো। সে কষ্ট পেয়েছে কিন্তু নিজেকে সংযত রেখেছে। সে মেসিকে শুভেচ্ছা জানিয়েছে যা তার ও ক্লাবের ক্লাবের জন্য দারুণ একটা ব্যাপার ছিল।’