বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির হাতে ব্যালন ডর দেখতে চান লেওয়ানডোভস্কি

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২২ ১৬:০৭

মেসিকে দলে ফেরাতে চাইলেও বার্সেলোনার সে স্বপ্ন ধাক্কা খেয়েছে সম্প্রতি। ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে মেসির সঙ্গে তার বর্তমান ক্লাব পিএসজি চুক্তি নবায়নের দ্বারপ্রান্তে। যে কারণে লেওয়া-মেসি জুটি আপাতত দেখা হচ্ছে না ভক্তদের।

গত জুনে লেওয়ানডোভস্কি বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। এরই মধ্যে কাম্প ন্যুয়ে সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন এই পোলিশ তারকা। লা লিগায় বার্সেলোনা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ৩৪ বছর বয়সী পোলিশ এ স্ট্রাইকারের সঙ্গে ২০২৬ সাল বার্সেলোনার চুক্তি রয়েছে। সঙ্গে আরো এক বছরের চুক্তি বৃদ্ধির শর্ত রয়েছে। এর অর্থ হচ্ছে আরো কয়েক বছর কাম্প ন্যুয়ে থাকছেন এই ফরোয়ার্ড। আগামী সময়ে মেসির সঙ্গে কিছুদিন খেলার আগ্রুহ প্রকাশ করেছেন লেওয়ানডোভস্কি।

বার্সেলোনার ওয়াবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে পোলিশ অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে মেসি প্লেমেকার হিসেবে বেশি অবদান রাখছে। এজন্য হয়তো সে গোল বেশি পাচ্ছেনা। সতীর্থদের বেশি পাস দিচ্ছে। তাদের নিয়ে গোল করাচ্ছে ঠিকই। আবার নিজেও গোল করছে। তার সাথে খেলার স্বপ্ন যে কোনো স্ট্রাইকারের আছে।’মেসিকে দলে ফেরাতে চাইলেও বার্সেলোনার সে স্বপ্ন ধাক্কা খেয়েছে সম্প্রতি। ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে মেসির সঙ্গে তার বর্তমান ক্লাব পিএসজি চুক্তি নবায়নের দ্বারপ্রান্তে। যে কারণে লেওয়া-মেসি জুটি আপাতত দেখা হচ্ছে না ভক্তদের।

লেওয়ানডোভস্কি অবশ্য সে নিয়ে চিন্তিত নন। মেসির হাতে আবারও একটা ব্যলন ডর দেখতে চান তিনি।

লেওয়ানডোভস্কি বলেন, ‘একই ক্লাবে অনেক খেলোয়াড় থাকে যারা লিগ শিরোপা জয়ে ভূমিকা রাখে। কিন্তু বিশ্বকাপ জয়ে সাধারণত একজন খেলোয়াড়ের মূল অবদান থাকে। সেটা মেসি আবারও প্রমাণ করেছেন। ব্যালন র জয়ে তিনি সবদিক থেকেই এগিয়ে রয়েছেন। বিশ্বকাপ জেতায় তার অবদান ছিল সবার আগে।’

এ বিভাগের আরো খবর