বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারী ফুটবলে কিংসের ‘ছেলেখেলা’

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ২৩:০৮

বসুন্ধরার ১৯ গোলের ভেতর ডবল হ্যাটট্রিকসহ মোট আট গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়াও হ্যাটট্রিক করেছেন কৃষ্ণা রানী সরকার ও আনুচিং মোগিনি।

নারী ফুটবল লিগের ১০ রাউন্ডের ম্যাচে এফসি ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বসুন্ধরা কিংস।

ব্রাহ্মণবাড়িয়াকে ১৯-০ গোলে তারা বিধ্বস্ত করেছে। আর তাতেই চলতি লিগের সবচেয়ে বড় ব্যবধানে জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বসুন্ধরার ১৯ গোলের ভেতর ডাবল হ্যাটট্রিকসহ মোট ৮ গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়াও হ্যাটট্রিক করেছেন কৃষ্ণা রানী সরকার ও আনুচিং মোগিনি।

দলের হয়ে জোড়া গোল করেন রিতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র। আর একটি গোল আসে সুমাইয়ার পা থেকে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই কৃষ্ণার গোলে লিড পায় কিংস। এরপর একে একে প্রথমার্ধেই ৯ গোল ব্রাহ্মণবাড়িয়ার জালে পুরে দেয় কিংস।

ম্যাচের ১৫ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। প্রথমার্ধে কিংসের ৯ গোলের চারটিই করেন তিনি। ম্যাচের ৮, ১৩, ১৫ ও ৪৪ মিনিটে আসে গোলগুলো।

প্রথমার্ধের বাকি ৪ গোল আসে রিতুপর্ণা ও কৃষ্ণার সুবাদে।

দ্বিতীয়ার্ধে আরও তেতে ওঠে কিংস। আর বিধ্বংসী হয়ে ওঠা কিংস এবারে দেয় আরও ১০ গোল।

এবারে শুরুটা হয় সাবিনার দ্বারা। এই অর্ধে সাবিনা পূর্ণ করেন তার দ্বিতীয় হ্যাটট্রিক। গোল করেন আরও ৪ টি। ৬৫ ও ৭৩ মিনিটের গোলে ফের হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর ৭৫ ও ৮২ মিনিটে করেন আরও দুই গোল।

এছাড়া শামসুন্নাহারের ৬৬ ও ৬৯, মোগিনির ৭০, ৭২ ও ৮৩ মিনিটে করা হ্যাট্রট্রিক, সুমাইয়ার ৬৮ মিনিটের গোলে নির্ধারিত ৯০ মিনিটেই ১৮ গোল দিয়ে বসে কিংস।

যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলকে ১৯-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন কৃষ্ণা।

চলতি লিগে এটিই সবচেয়ে বড় জয়। এর আগে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল নাসরিন স্পোর্টিং ক্লাবকে।

৩০ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। সেই ম্যাচের ফলাফলে নির্ধারিত হবে চলতি আসরের চ্যাম্পিয়ন দল।

এ বিভাগের আরো খবর