বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দলের পারফরম্যান্সে গর্বিত সাকিব

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ১৭:৩২

লড়াই করেও শেষ পর্যন্ত হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় টাইগারদের। তবে সতীর্থদের এমন লড়াইয়ে বেশ গর্বিত সাকিব।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আশা জাগিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আর তাতে করে হারের বৃত্তে আটকে থেকেই বছর শেষ করতে হলো সাকিব অ্যান্ড কোংদের।

২-০ তে সিরিজ জিতে নিলেও ঢাকা টেস্ট জিততে বেশ বেগ পেতে হয়েছে ভারতকে। ১৪৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৩৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। এরপর চতুর্থ দিনের শুরুতেই স্কোরবোর্ডে ২৯ রান যোগ করতেই হারায় আরও তিন উইকেট।

এমন অবস্থায় চলতি বছরের দ্বিতীয় টেস্টে জয়ের হাতছানি পেতে শুরু করে বাংলাদেশ। কিন্তু ভাগ্য দেবতা লিখে রেখেছিলেন অন্য কিছু। যে কারণে জয়ের কাছাকাছি পৌঁছেও স্বাদ নেয়া সম্ভব হয়নি টাইগারদের।

ভারতের জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৭০ রান। হাতে ৩ উইকেট। সেই অবস্থানে থেকে রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াশ আইয়ার দলকে টেনে নিয়ে যান জয়ের বন্দরে।

লড়াই করেও শেষ পর্যন্ত হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে টাইগাররা। তবে সতীর্থদের এমন লড়াইয়ে বেশ গর্বিত সাকিব।

সাকিব বলেন, ‘আমরা সবাই জানতাম যে মিরপুরে আমাদের সুযোগ আছে। দারুণ টেস্ট হয়েছে, এটাই দর্শকরা ভালোবাসে। দুই দলই ভালো খেলেছে। চাপ সামলে দারুণ জুটি গড়েছে শ্রেয়াস ও অশ্বিন- এ জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে।’

‘ওদের যখন জয়ের জন্য ৭০ রানের মতো দরকার, তখন আমাদের একটি উইকেট পেলেই হতো। অনেক কিছু হতে পারত, তবে দল যেভাবে লড়েছে - তাতে আমি গর্বিত’, তিনি যোগ করেন।

এ বিভাগের আরো খবর