বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মার্তিনেস একজন ভাঁড়’

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ১৫:২২

স্কটল্যান্ডের কিংবদন্তি গ্রায়েম সুনেস বলেন, ‘আসলেই কি এটি শুধু মজার ছলে করা হয়েছে? এমন কর্মকাণ্ড থেকেও কি মানুষ মজার কিছু খুঁজে পায়...? মার্টিনেস নিজেকে অপমানিত করেছেন এবং তার দেশকেও অপমানিত করেছেন। তাকে একজন অশ্লীল ভাঁড় মনে হচ্ছিল। যদি তিনি এসব করে স্মরণীয় হতে চান, তাহলে ঈশ্বর আমাদের কৃপা করুন।’

কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের ঘটনাতেই বেশি আলোচিত হচ্ছেন তিনি।

বিশ্বকাপের মঞ্চ থেকে ছাদ খোলা বাস সব জায়গাতেই জন্ম দিয়েছেন বিতর্কের। ফাইনাল জয়ের পর গোল্ডেন গ্লাভসজয়ী মার্তিনেজের একটি ভঙ্গি জন্ম দিয়েছে বিতর্কের। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে ফুটবল দুনিয়ায়।

এ ঘটনায় বেশ বিরক্ত স্কটল্যান্ডের কিংবদন্তি গ্রায়েম সুনেস। তিনি বলছেন, ‘একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এসব অপ্রীতিকর ঘটনা মেনে নেয়া যায়, কিন্তু টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের ট্রফি হাতে তিনি (মার্তিনেস) যে অভব্য অঙ্গভঙ্গি করেছেন তা নিয়ে আমাদের কথা বলা উচিত।

‘আসলেই কি এটি শুধু মজার ছলে করা হয়েছে? এমন কর্মকাণ্ড থেকেও কি মানুষ মজার কিছু খুঁজে পায়...? মার্টিনেস নিজেকে অপমানিত করেছেন এবং তার দেশকেও অপমানিত করেছেন। তাকে একজন অশ্লীল ভাঁড় মনে হচ্ছিল। যদি তিনি এসব করে স্মরণীয় হতে চান, তাহলে ঈশ্বর আমাদের কৃপা করুন।’

৬৯ বয়সী সাবেক এ ফুটবলার বলেন বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন তিনি সবার চোখের সামনে এটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আয়োজকদের কতটুকু সম্মান দেখাতে পেরেছেন? এমন কর্মকাণ্ডে নিজেকেই বা কতটুকু সম্মানিত করতে পেরেছেন? হয়ত তিনি এসবে পাত্তা দেন না, কিন্তু আগামী বছরগুলোতে এই ছবিটি ইতিহাসের অংশ হয়েই থাকবে।

এর আগে কিলিয়ান এমবাপের ‘পুতুল’ নিয়ে উদযাপন করে নিন্দার ঝড়ের মুখে পড়েন মার্তিনেস। তার বিরুদ্ধে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে নালিশও ঠুকেছে ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন।

এ বিভাগের আরো খবর