মিরপুর টেস্টে জয়ের জন্য তৃতীয় দিনে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এ রান তাড়া করা কঠিন কিছু না হলেও তৃতীয় দিনের শেষ মুহূর্তে চার উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল।
সাকিব-মিরাজের ঘূর্ণিতে চতুর্থ দিনের শুরুতে আরও তিন উইকেট হারালে দিশেহারা হয়ে যায় ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন শেয়াস আইয়ার ও রভিচন্দ্রন আশউইন।
দুজনের ৭১ রানের দুর্দান্ত পার্টনারশিপে শেষ পর্যন্ত তিন উইকেটে জয় বাগিয়ে নেয় ভারত। এতে করে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই হেরে ক্লিন সুইপ হয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলায় মাঠে নামে বাংলাদেশ ও ভারত।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে ৩১৪ করে অলআউট হয় ভারত। এর পর বাংলাদেশ আরও ২৩১ রান করলে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান।
৪ উইকেট হারিয়ে ৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। দিনের শুরুতে তিন উইকেট হারিয়ে সফকারীদের দারুণ চাপে রাখে সাকিব-মিরাজ।
চতুর্থ দিনের প্রথম ওভারেই উনাদকাটের জন্য এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। আউট দেননি আম্পায়ার। রিভিউ নিলে আম্পায়ারস কলে বেঁচে যান তিনি।
পরে ছক্কা হাঁকালেও দ্বিতীয় ওভারে তাকে সাজঘরে পাঠান সাকিব। এবার রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ১ ছক্কায় ১৬ বলে ১৩ রান করেন তিনি।
এরপর বেশি সময় টিকে থাকতে পারেনি রিশাভ পান্ট। এবার মেহেদি হাসান মিরাজের শিকারে পরিণত হন তিনি। ১৩ বলে ৯ রান করে পড়েন এলবিডব্লিউর ফাঁদে।
আগের দিন থেকে চাপ সামাল দিয়ে খেলে আসা আক্সার প্যাটেলকেও ফিরিয়ে দেন মিরাজ।
এখনও পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ রান করা প্যাটেল ৬৯ বলে ৩৪ রান করে আউট হন বোল্ড হয়ে। এ যাত্রায় তিনি চারটি চার মারেন।
বাংলাদেশের হয়ে মিরাজ একাই নেন ৫ উইকেট। সাকিব নিয়েছেন দুটি উইকেট।