টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ। হারের বৃত্তে আটকে থেকে ধুঁকতে থাকা বাংলাদেশ এবার ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে জয় পেতে চায়। বছরের শেষটা রাঙ্গাতে মরিয়া টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ভারতকে ১৪৫ রানের টার্গেট দিয়েও তাই জয়ের আশা ছাড়েনি সাকিব বাহিনী।
ব্যাটিং বিপর্যয়ের পরও ভারতের বিপক্ষে চলতি টেস্টে জয়ের হাতছানি দেখছে বাংলাদেশ। জয়ের জন্য সফরকারীদের ১৪৫ রানের লক্ষ্য বেঁধে দিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। এরপর দ্রুতই ভারতের ৪ উইকেট তুলে নিয়েছে। জয়ের জন্য ভারতের দুইদিনে প্রয়োজন ১০০ রান। হাতে আছে ৬টি উইকেট।
প্রতিপক্ষ যখন ভারত, তখন এই ১০০ রানের প্রয়োজনটা মামুলিই বলা চলে। কিন্তু দিনের শেষে ব্যাট করতে নেমে মিরাজ-সাকিবের স্পিন বিষে নীল হয়ে রীতিমত মুখ থুবড়ে পড়ে ভারতের টপ অর্ডার।
আর সে কারণেই সফরকারীদের ১৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়াটা বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ট বলে মনে করছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস।
সংবাদসম্মেলনে লিটন বলেন, ‘দেখুন, আমরা সবাই জানি যে মিরপুরের উইকেট চতুর্থ ইনিংস খুব কঠিন। আমাদের মাথায় সেটা ছিল যে টার্গেটটা ২০০-২২০ রানের দিতে হবে। কিন্তু যখন হয়নি... এখন যে স্কোরটা আমরা দাঁড় করিয়েছি, দিনশেষে দেখবেন যে এখনও ১০০ রান প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এটা কিন্তু কঠিন। কাল সকালে যদি ২/১ টা উইকেট নিতে পারি, তাহলে ওরা চাপে পড়ে যাবে। জয়ের জন্য এই টার্গেটটা যথেষ্ট বলে আমি মনে করি।’