বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মরক্কোতে বীরোচিত সংবর্ধনা হাকিমিদের

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২২ ১০:১২

স্থানীয় সময় মঙ্গলবার মরক্কোর ফুটবলারদের বহনকারী উড়োজাহাজটি রাজধানী রাবাতে অবতরণ করে। পরে রাবাতের বেশিরভাগ সড়ক প্রদক্ষিণ করে আশরাফ হাকিমিদের বহনকারী ছাদখোলা বাস।

আফ্রিকা ও আরবের প্রথম দল হিসেবে মরক্কো সেমিফাইনালে যাওয়ায় আনন্দের বন্যায় ভাসছিলেন সমর্থকরা। সে ধারাবাহিকতা রইল বিশ্বকাপের পরও। দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ‘অ্যাটলাস লায়নস’ হিসেবে পরিচিত মরক্কোর ফুটবলাররা।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার মরক্কোর ফুটবলারদের বহনকারী উড়োজাহাজটি রাজধানী রাবাতে অবতরণ করে। পরে রাবাতের বেশিরভাগ সড়ক প্রদক্ষিণ করে আশরাফ হাকিমিদের বহনকারী ছাদখোলা বাস।

ওই সময় জাতীয় পতাকা হাতে নিয়ে, বাজি ফাটিয়ে, স্লোগানে কাতার বিশ্বকাপের চতুর্থ স্থান দখল করা দলের সদস্যদের স্বাগত জানান মরক্কোর হাজারো নাগরিক।

আন্ডারডগ হিসেবে কাতারে গিয়ে একের পর এক চমক দেখায় মরক্কো। সেমিফাইনালের পথে গ্রুপ পর্বে তারা ফিফা র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় দল বেলজিয়ামকে হারায়।

শেষ ষোলোতে ২০১০ সালের চ্যাম্পিয়ন দল স্পেনকে পরাজিত করে আফ্রিকার দলটি। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী পর্তুগালকে হারিয়ে স্বপ্নযাত্রা অব্যাহত রাখেন অদম্য ফুটবলাররা। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে জয়রথ থামে দলটির।

বিশ্বকাপের এ পারফর‌ম্যান্সের পর দেশে ফিরে বিশেষ সংবর্ধনা পায় টিম মরক্কো।

রাবাতে আল জাজিরার রিপোর্টার নিকোলাস হক জানান, জাতীয় দলকে অভ্যর্থনা জানাতে সড়কে লাল-সবুজের জনসমুদ্র দেখা যায়।

তিনি বলেন, অ্যাটলাস সিংহদের স্বাগত জানাতে লোকজন গর্জন করতে থাকেন। বিরল মুহূর্তের সাক্ষী হতে সড়কে নেমে আসেন নারী, শিশু, বৃদ্ধরা।

নিকোলাস আরও জানান, রাজার প্রাসাদমুখী বাসের পেছন পেছন ছুটছিল উল্লসিত জনতা।

এর আগে সোমবার মরক্কোর রাজকীয় আদালত জানিয়েছিল, মহান ও ঐতিহাসিক অর্জন উদযাপন করতে মরক্কোর ফুটবলারদের স্বাগত জানাবেন বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ।

এ বিভাগের আরো খবর