বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে লিওনেল মেসির ছবি ইনস্টাগ্রামে রেকর্ড গড়েছে। ছবিটিতে এ পর্যন্ত লাইক পড়েছে ৬ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৪৬ বার। এর আগে একটি ডিমের ছবি এই রেকর্ডের মালিক ছিল; সেটিতে লাইফ পড়ে ৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৬৮৭ বার।
ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার রোমাঞ্চকর পেনাল্টি শ্যুটআউটে জয়ের পর পিএসজি তারকা কাতারে উদযাপনের ১০টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন।
শুধু যে লাইক তা নয়, ফলোয়ারের দিক থেকেও অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই ক্ষুদে জাদুকর। ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন ৪০ কোটি ২০ লাখ।
পোস্টে মেসি লেখেন, ‘আমার পরিবার এবং যারা আমাকে সমর্থন এবং আমার ওপর বিশ্বাস রেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবারও প্রমাণ করেছি যে আর্জেন্টাইনরা যখন একসঙ্গে লড়াই করে এবং ঐক্যবধ্য হই তখন আমরা যা করতে চাই তা অর্জন করতে সক্ষম।
‘এই অর্জন পুরো দলের, যা ব্যক্তিত্বের ঊর্ধ্বে। একটা স্বপ্নের জন্য লড়াই করার শক্তি এই অর্জন।’
মেসির এই পোস্ট গত মাসে ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টকে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের আগে লুই ভিটনের একটি বিজ্ঞাপনে পর্তুগিজ তারকা এবং মেসিকে দাবা খেলতে দেখা যায়। ছবিটিতে ৪ কোটি ১৯ লাখ লাইক পড়ে।
যদিও ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ারের রেকর্ড এখনও রোনালদোর। ৫০ কোটি ১৯ লাখ মানুষ রোনালদোকে ফলো করেন। গত মাসে প্রথম ব্যক্তি হিসেবে রোনালদো সোশ্যাল মিডিয়া সাইটে ৫০ কোটি ফলোয়ার হয়।