বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির জার্সিতে অনুশীলনে সাকিব

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২২ ১৬:৪৬

সাকিব মাঠে আসেন মেসির জার্সি গায়ে চাপিয়ে। ক্রিকেটারদের অনুশীলনের সময় ফুটবল খেলার দৃশ্যটি খুবই স্বাভাবিক। সাকিব সেই অনুশীলন করেন মেসির জার্সি গায়ে দিয়ে।

পর্দা নেমেছে ফিফা বিশ্বকাপের। নিজ দেশে ফিরে উৎসবে মাতোয়ারা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। দীর্ঘ তিন যুগ পর শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।

২০১৪ সালে বিশ্বকাপের খুব কাছাকাছি গিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি কিংবদন্তি তারকা লিওনেল মেসির। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে সেই খরা ঘুচিয়ে ঘরে তুলেছেন দলের তৃতীয় শিরোপা।

ফুটবলের মহাযজ্ঞ শেষ হলেও তার রেশ রয়ে গেছে এখনও। ফুটবল জ্বরে এখনও কাঁপছে বিশ্ব।

লম্বা সময় পর প্রিয় দল ঘরে তুলেছে শিরোপা। মাথায় পড়েছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট। আর সে কারণেই ভক্তদের উল্লাসটা বাঁধভাঙা হবে এমনটাই স্বাভাবিক।

ফুটবল জ্বরে ভুগছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ঢাকঢোল পিটিয়ে রাস্তায় উল্লাসে মেতে ওঠেন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

পিছিয়ে ছিলেন না মেসির পাঁড় ভক্ত সাকিব আল হাসানও। দল বিশ্বকাপ জেতার পর ঘরে রাখা যায়নি তাকে। বেরিয়ে পড়েছিলেন গাড়ি নিয়ে উল্লাস করতে।

এখানেই শেষ হতে পারত সবকিছু। কিন্তু সাকিব যে আর্জেন্টিনা ও মেসির পাঁড় ভক্ত। যে কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে অনুশীলনে নেমে গেলেন প্রিয় দল আর্জেন্টিনার প্রিয় খেলোয়াড় মেসির জার্সি গায়ে চাপিয়ে।

এমন দৃশ্য দেখা গেছে মঙ্গলবার হোম অফ ক্রিকেট মিরপুরে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে।

এদিন সাকিব মাঠে আসেন মেসির জার্সি গায়ে চাপিয়ে। ক্রিকেটারদের অনুশীলনের সময় ফুটবল খেলার দৃশ্যটি খুবই স্বাভাবিক। সাকিব সেই অনুশীলন করেন মেসির জার্সি গায়ে দিয়ে।

সাকিবের আর্জেন্টিনা প্রীতির আরও নজির রয়েছে। আর্জেন্টিনা যখন মরুর বুকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের লড়াইয়ে ব্যস্ত, তখন সাকিবরা ব্যস্ত ছিলেন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে লড়তে।

গুঞ্জন রয়েছে টেস্টের আগের দিন আর্জেন্টিনার খেলা রাত জেগে দেখে সকালে তিনি মাঠে নেমেছিলেন খেলতে। যার কিছুটা প্রমাণ মেলে মাঠের ভেতর খেলা চলাকালীন তার ঘুমকাতুরে হাই তোলার দৃশ্যে।

৩৬ বছর পর জয় বলে কথা। এর রেশটা সাকিবের ভেতর থেকে কাটতে কিছুটা সময় লাগবে এমনটাই স্বাভাবিক।

২২ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি।

এ বিভাগের আরো খবর