বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোলের রেকর্ড কাতার বিশ্বকাপে

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২২ ১০:৪৭

দেড় মাসের এই মহাযজ্ঞে ৬৪ ম্যাচে ৩২ দল গোলের দেখা পেয়েছে ১৭২ বার। গড়ে ম্যাচপ্রতি ২.৬৯টি করে গোল পেয়েছে দলগুলো। এর আগে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ১৭১টি। ১৯৯৮ সালের ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপ ও ২০১৪ সালে ব্রাজিলে বসা বিশ্বকাপের আসরে মোট গোল হয়েছিল ১৭১টি।

আর্জেন্টিনার হাতে শিরোপা তুলে দেয়ার মাধ্যমে পর্দা নেমেছে কাতার বিশ্বকাপের। অঘটন, রেকর্ড ভাঙা-গড়ার মঞ্চ এই বিশ্বকাপে বেশ কিছু অনন্য কীর্তির সাক্ষী হয়েছে ফুটবলপ্রেমীরা। এ ছাড়াও রেকর্ড হয়েছে প্রাইজমানিরও। এবারের আসরে সর্বাধিক প্রাইজমানি দেয়া হয়েছে দলগুলোকে।

কাতার বিশ্বকাপের ফাইনালের আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর দাবি একেবারে অক্ষরে অক্ষরে মিলেছে। তিনি দাবি করেছিলেন, স্মরণকালের সেরা বিশ্বকাপের আয়োজন করেছে কাতার।

এমনটা বলার কারণও রয়েছে। আয়োজন, প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে উন্মাদনা সব কিছুতেই কাতার বিশ্বকাপ ছাপিয়ে গেছে আগের আসরগুলোকে।

প্রাইজমানির রেকর্ড, উন্নত প্রযুক্তির ব্যবহারে রেকর্ড, তারকাদের ব্যক্তিগত রেকর্ড, দলীয় রেকর্ডের পাশাপাশি আরও একটি রেকর্ড হয়েছে কাতার বিশ্বকাপে। সেটি হলো গোলের রেকর্ড।

এখন পর্যন্ত বিশ্বকাপের ২২টি আসরের ভেতর সবচেয়ে বেশি গোল হয়েছে কাতার বিশ্বকাপে।

দেড় মাসের এই মহাযজ্ঞে ৬৪ ম্যাচে ৩২ দল গোলের দেখা পেয়েছে ১৭২ বার। গড়ে ম্যাচপ্রতি ২.৬৯টি করে গোল পেয়েছে দলগুলো।

এর আগে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ১৭১টি। ১৯৯৮ সালের ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপ ও ২০১৪ সালে ব্রাজিলে বসা বিশ্বকাপের আসরে মোট গোল হয়েছিল ১৭১টি।

কাতার বিশ্বকাপে আরও গোল হওয়ার সম্ভাবনা ছিল। যদি অফসাইডের উন্নত প্রযুক্তি ব্যবহার না করা হতো। এবারের আসরে অসংখ্য গোল বাতিল করা হয়েছে অফসাইডের কারণে। সেগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের ব্যবস্থা না থাকলে গোলের সংখ্যা অনায়াসেই ২০০ ছাড়াত।

যদিও ম্যাচপ্রতি গোলের সংখ্যা এই আসরে বেশ কম। ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে বসা বিশ্বকাপের আসরে ২৬ ম্যাচে গোল হয়েছিল ১৪০টি। ম্যাচপ্রতি হিসেবে যার গড় ৫.৩৮। এটিই এখন পর্যন্ত বিশ্বকাপের এক আসরে সর্বাধিক ম্যাচপ্রতি গোলের রেকর্ড।

এ বিভাগের আরো খবর