ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। ফুটবলের জাদুকর লিওনেল মেসির মাথায় উঠেছে শ্রেষ্ঠত্বের মুকুট। বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনার বীর সৈনিকরা ফিরছেন বাড়িতে।
বিশ্বকাপ খরা কাটানোর পরদিন কাতারজুড়ে খোলাবাসে শিরোপা উৎসব করেছে লিওনেল মেসিরা। এবার সেই শিরোপা নিয়ে নিজ দেশে উৎসবের পালা।
সোমবার সকালে কাতার থেকে যাত্রা করেছেন লিওনেল স্কালোনি ও তার দল। বিমানে উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন মেসি, দি মারিয়ারা।
কাতার থেকে ইতালির রোম হয়ে দেশে পৌঁছাবেন বিশ্বকাপজয়ীরা। সোমবার রাতে তাদের দেশের পৌঁছানোর কথা রয়েছে।
দেশে ফিরে শিরোপা নিয়ে পুরো বুয়েনস আইরেসে খোলা বাসে ভ্রমণ করবেন মেসিরা। এরপর স্থানীয় সময় দুপুর ১২টায় দলকে শহরের ঐতিহাসিক ওবেলিসক চত্বরে সংবর্ধনা দেয়া হবে।
লম্বা সময় পর শিরোপা পেয়ে বিশ্ববাসীর প্রশংসায় ভাসছেন মেসিরা। একই সঙ্গে তাদের অভিনন্দনে সিক্ত করছেন সাবেক ফুটবল গ্রেটরা। মেসিদের জয়ে বিশ্বজুড়েই চলছে উৎসব।
কাতার বিশ্বকাপের শুরুটা হোঁচট দিয়ে করলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করে আকাশি নীলরা। একের পর এক দুর্দান্ত জয় বাগিয়ে নিয়ে নাম লেখায় ফাইনালে।
ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে ড্র করার পর অতিরিক্ত ৩০ মিনিটে সেই ফল দাঁড়ায় ৩-৩-এ। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। টানটান উত্তেজনার সেই ম্যাচে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।