চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হারতে হয়েছে বড় ব্যবধানে। সেই হতাশা ভুলে এখন লক্ষ্য ঢাকা টেস্ট। বড় পরিবর্তন নিয়ে ঢাকা টেস্টের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো ডাক পড়েছে নাসুম আহমেদের।
এদিকে ঢাকা টেস্টেও থাকা হচ্ছে না তামিম ইকবালের। পাশাপাশি ইনজুরির কারণে দলে রাখা হয়নি এবাদত হোসেন ও শরিফুল ইসলামকেও।
পাফরম্যান্সের কারণে বিবেচনায় আনা হয়নি এনামুল হক বিজয়কে। আসন্ন বিসিএলের লঙ্গার ফরম্যাটে খেলবেন তিনি।
শঙ্কা রয়েছে সাকিব আল হাসানকে নিয়েও। তার ব্যাকআপ হিসেবে দলে প্রথমবারের মতো ডাক পড়েছে নাসুম আহমেদের।
২২ ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।
ঢাকা টেস্টে বাংলাদেশ স্কোয়াড: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মাহমুদুল হাসান জয় ও নাসুম আহমেদ।