২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স কাতার বিশ্বকাপের শুরুতে ফেভারিট থাকলেও বিশ্বকাপ মিশন শুরু করে সেরা খেলোয়াড়দের রেখে। চোটে জর্জরিত দল নিয়ে একের পর এক ম্যাচ জয়ে ফাইনাল নিশ্চিত করেন কোচ দিদিয়ের দেশম। ফাইনালে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচ শেষে রোববার সংবাদ সম্মেলনে দেশম জানান অসুস্থার কারণেই ফাইনাল ম্যাচে শতভাগ দিতে পারেননি খেলোয়াড়রা।
ফাইনালের আগে ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান, ইব্রাহিমা কোনাতেসহ বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে তারা ফাইনালে নামলেও নিজেদের শতভাগ দিতে পারেননি বলে মনে করেন দেশম।
৫৪ বছর বয়সী এই কোচ বলেন, পুরো স্কোয়াডই একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি পার করেছে। এটার শারীরিক ও মানসিক প্রভাব ছিল। যারা খেলেছে তাদের ফিটনেস নিয়ে প্রশ্ন নেই। তারা শতভাগ ফিট ছিল।
তিনি যোগ করেন, ‘শেষ ম্যাচ খেলার পর চার দিনের মধ্যে আমাদের ফাইনালে নামতে হয়েছে। অজুহাত দিচ্ছি না। আমরা আগের ম্যাচের মতো এনার্জি ধরে রাখছে পারিনি। প্রথম ঘণ্টা খানেক আমরা ম্যাচে ছিলাম না।
‘আরও খারাপ হতে পারত বা আরও ভালোও হতে পারত। খেলার আগে আর্জেন্টিনা কিছুটা ভাগ্যবান ছিল (ফিটনেস ইস্যুতে)। শিরোপা তাদের প্রাপ্য। দুর্ভাগ্যবশত এবার আমাদের স্বপ্ন পূরণ হয়নি।’