বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথমার্ধে ফ্রান্সের জালে আর্জেন্টিনার জোড়া গোল

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২২ ২১:৫৪

মারকুটে ফুটবল খেলেও মেসিদের থামাতে পারছিলেন না হার্নান্দেজ-কুন্দেরা। পুরো মাঠ নিজেদের দখলে রেখে ফ্রান্সের গোলমুখে আক্রমণ চালাতে থাকে মেসি-দি মারিয়ারা।

৩৬ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে রোববার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। সেই মিশনে প্রথমার্ধে এক ধাপ এগিয়ে গেল লিওনেল মেসিরা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে লাতিন পরাশক্তিরা।

শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমে আর্জেন্টিনার উপর ম্যাচের শুরু থেকেই চড়াও হন ফরাসি ফুটবলাররা। ফাউলের পসরা সাজিয়ে বসেন তারা ম্যাচের শুরু থেকে।

মারকুটে ফুটবল খেলেও মেসিদের থামাতে পারছিলেন না হার্নান্দেজ-কুন্দেরা। পুরো মাঠ নিজেদের দখলে রেখে ফ্রান্সের গোলমুখে আক্রমণ চালাতে থাকে মেসি-দি মারিয়ারা।

ম্যাচের ২২ মিনিটে ফ্রান্সের উসমান ডেম্বেলে নিজেদের বক্সে ফাউল করেন আনহেল দি মারিয়াকে। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি।

চলতি বিশ্বকাপে এটি মেসির ৬ষ্ঠ গোল। একইসঙ্গে তিনি একধাপ এগিয়ে যান গোল্ডেন বুট জয়ের দিকে।

গোল দিয়ে ফ্রান্সের ওপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। সেই সুবাদে ১৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয় আলবেসেলেস্তিয়ানদের।

৩৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পান হুলিয়ান আলভারেসের পাস থেকে ডি বক্সের ভেতরে বল পান আনহেল দি মারিয়া। চমৎকার শটে ফ্রান্সের গোলকিপার উগো লরিসকে পরাস্ত করেন দি মারিয়া।

আর তাতেই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর বিরতির আগ পর্যন্ত ফ্রান্স বেশকিছু আক্রমণ চালালেও গোল বের করে আনতে পারেননি। আর তাতেই ২ গোলে পিছিয়ে থাকে বিরতিতে যেতে হয় তাদের।

এ বিভাগের আরো খবর