প্রিয় দলের হাতে ষষ্ঠ ফিফা বিশ্বকাপের ট্রফি দেখার স্বপ্ন নিয়ে কাতার এসেছিলেন ব্রাজিলিয়ান সমর্থক জোসে আর্নালদো ডস সান্তোস জুনিয়র। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর তার সেই স্বপ্ন ভেঙে যায়।
ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মেসি ম্যাজিকে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জয় উদযাপন করেন জোসে। ব্রাজিল সাও পাওলোতে আলবিসেলেস্তেদের আকাশি-নীল জার্সিতে দেখা যায় তাকে। ডিয়েগো ম্যারাডোনা বা পেলে কে সেরা, এই বিতর্ক বাদ দিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন হোসে।
৩৮ বছর বয়সী দাঁতের চিকিৎসক জোসে বলেন, ফুটবল ভক্ত হিসেবে আমি মনে করি আর্জেন্টাইনরা এবার শিরোপার যোগ্য।
বিবিসি ও ইসপিএনের হয়ে কাজ করা ব্রিটিশ সাংবাদিক টিম ভিকেরির মতে, ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠায় আর্জেন্টাইনদের প্রতি ব্রাজিলের সমর্থন বেড়েছে। কারণ এই ক্রোয়েশিয়ার কাছে হেরেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে ব্রাজিল।
এ ছাড়া আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রতি তাদের দর্শকদের সমর্থন ব্রাজিলেও প্রশংসিত হচ্ছে। ব্রাজিলে আর্জেন্টিনাকে সমর্থন করার আরেকটি বড় কারণ লিওনেল মেসি।
এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবল সুপারস্টার। সেই হিসেবে, এবারই তার বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ। অনেক ব্রাজিলিয়ান চায় এবারের বিশ্বকাপ উঠুক ৩৬ বছরের এই ফুটবল জাদুকরের হাতে।
ব্রাজিলের ৪৯ বছর বয়সী অর্থনীতিবিদ আলেকহান্দ্রে কেলদাস বলেন, ‘ব্রাজিলের বাদ পড়ার পর, আমি আর্জেন্টিনার জয়ে উল্লাস করছি। মেসি আমার দেখা সেরা খেলোয়াড়।’ বিশ্বকাপে গোলের দিক দিয়ে পেলেকে ছাড়িয়ে যাওয়া মেসির ভক্ত আলেকহান্দ্রের আট বছরের ছেলেও । তিনি বলেন, ‘আমার ছেলে মেসির জন্য পাগল। সে চায় মেসি বিশ্বকাপ জিতুক। আমার ছেলে স্প্যানিশ ভাষাও শিখতে চায়, যাতে সে মেসির কাছ থেকে অটোগ্রাফ চাইতে পারে।’
ব্রাজিলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যন্ড ডেটা অ্যানালাইসিস বলছে, ফাইনালে ৩৩ শতাংশ ব্রাজিলিয়ান আর্জেন্টিনাকে সমর্থন দেবে। আর ৬০ শতাংশ ব্রাজিলিয়ান আর্জেন্টিনার হার দেখতে চায়।