বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপে মরক্কোকে হারিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ২২:৫৫

প্রথমার্ধেই ২ গোলের লিড পেলেও দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই দেখা পায়নি কোনো গোলের। 

ফিফা বিশ্বকাপে মরক্কোকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধেই ২ গোলের লিড পেলেও দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই দেখা পায়নি কোনো গোলের।

বিশ্বকাপে তৃতীয় হওয়ার লড়াইয়ে ম্যাচের সপ্তম মিনিটেই ক্রোয়েট সমর্থকদের উল্লাসে মাতান জেসকো গিভার্দিওল। পেরিভিচের ফ্রি কিক থেকে ডি বক্সের ভেতর বল পেয়ে দলকে লিড এনে দেন ক্রোয়েট এই ডিফেন্ডার।

গোল হজম করে আক্রমণের ধার বাড়িয়ে দেয় মরক্কো। যার ফলে ফ্রান্সের বিপক্ষে ফিনিশারের অভাবে গোল মিস করা আটলাস লায়ন্সরা সমতায় ফেরে দুই মিনিটের মাথায়।

ডি বক্সের বাহিরে থেকে নেয়া জিয়াচের ফ্রি কিক গোলে পরিণত করে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার আশরাফ দারি।

সমতায় ফেরার পর যেন দ্বিগুণ উদ্যমে আক্রমণ চালানো শুরু করে মরক্কো। কিন্তু ফিনিশিংয়ের অভাবে মিলছিল না তাদের এগিয়ে যাওয়ার সুযোগ।

থেমে ছিল না ক্রোয়েশিয়াও। ২৪তম মিনিটে বুনো ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার জোড়া আঘাত। দুই মিনিট বাদেই পেরিসিকের ফ্রি কিক হয় লক্ষ্যভ্রষ্ট।

৩০তম মিনিটে জিয়াচ ও হাকিমি সম্মিলিত আক্রমণ চালান ক্রোয়েশিয়ার জালে। কিন্তু ব্যর্থ হতে হয় দুজনকেই।

আক্রমণের পসরা সাজিয়ে বসলেও ৪২ মিনিটের মাথায় আরও এক গোল হজম করে বসে মরক্কো।

লিভাজার থেকে পাওয়া বল জালে ঠেলে দিয়ে ব্যবধান বাড়ান মিসলাভ অরসিচ। আর তাতেই লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ক্রোয়েশিয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ জোরালো আক্রমণ চালায় ক্রোয়েশিয়া। সমানতালে আক্রমণের পসরা সাজিয়ে বসে মরক্কোও। বেশ কিছু সুযোগ পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেনি আটলাস লায়ন্সরা। যে কারণে আর ম্যাচে ফেরা হয়নি তাদের।

আর ম্যাচের বাকি সময়টায় গোল বের করে আনতে না পারায় ২-১ গোলে হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় তাদের।

এ বিভাগের আরো খবর