বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফরাসিদের ওপর কালো জাদুর প্রভাব?

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ২২:৩৮

শিরোপা যে বাগিয়ে নিতে হবে যেকোনো মূল্যে। আর সেটিই করতে ‘কালো জাদুর’ আশ্রয় নিয়েছেন আর্জেন্টাইনরা, এমন গুঞ্জনে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

ফিফা বিশ্বকাপের পর্দা নামছে ১৮ ডিসেম্বর আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। আর্জেন্টাইন কিংবদন্তি তারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপটা ঘরে তুলতে চায় আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্সের সামনে লক্ষ্য শিরোপা ধরে রাখা।

চলতি বিশ্বকাপের শুরুটা সৌদির বিপক্ষে হার দিয়ে হলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ম্যাক্সিকোর বিপক্ষে জয়ের পর আর পেছনে ফিরে তাকানো লাগেনি আলবেসেলেস্তিয়ানদের। একে একে পোল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া বাধা টপকে সোজা নাম লিখিয়েছে ফাইনালে।

অন্যদিকে বিশ্বকাপের শুরু থেকেই উড়ছে ফ্রান্স। মাঝে তিউনিসিয়ার বিপক্ষে হোঁচট খেলেও ফাইনাল নিশ্চিতে তাদের খুব একটা বেগ পেতে হয়নি। ফরাসি গতির কাছে প্রতি ম্যাচেই হার মানতে হয়েছে প্রতিপক্ষকে।

এই গতিই কাল হয়ে দাঁড়াতে পারে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা ঘরে তোলায়। অন্যদিকে কোনো কিছুরই তোয়াক্কা না করে শিরোপা বাগিয়ে নেয়ার মধ্য দিয়ে মেসির বিদায়টা মধুর করতে চান সতীর্থরা। এই চাওয়া কোটি ফুটবল ভক্তেরও।

কিন্তু শিরোপা জয়ের পথটা মসৃণ নয় আর্জেন্টিনার। সেই পথে রয়েছে অনেক বাধা। ফ্রেঞ্চ গতি, এমবাপে-জিরু-গ্রিজম্যানের উড়ন্ত পারফরম্যান্স, গেল বিশ্বকাপের অভিজ্ঞতা, চাপ সব মিলিয়ে পথটা বেশ কঠিন আর্জেন্টিনার।

কিন্তু শিরোপা যে বাগিয়ে নিতে হবে যেকোনো মূল্যে। আর সেটিই করতে ‘কালো যাদুর’ আশ্রয় নিয়েছেন আর্জেন্টাইনরা, এমন গুঞ্জনে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

Falleció @LaBrujinetaOk pic.twitter.com/9TCETTV4dW

— PERICLES 🦁🇦🇷 🇸🇪 (@Chadoca_Rey_32) December 17, 2022

বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে আর্জেন্টিনার জাদুকর সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ আর্জেন্টাইন ম্যাজিশিয়ান’ ও ‘অ্যাসোসিয়েশন অফ আর্জেন্টাইন উইচেস’ ফরাসি ফুটবলারদের কালো জাদু করেছে। আর এই রীতিমতো ঘি ঢেলে দিয়েছে ফ্রান্স শিবিরে ‘ক্যামেল ভাইরাসের’ আক্রমণ।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই ঠাণ্ডা জ্বরে ভুগছেন পাঁচ ফরাসি ফুটবলার। সেমিফাইনালে তো মাঠেই নামা হয়নি আদ্রিয়ান রাবিও এবং দাইয়ু উপামেকানোর। তারা কিছুটা সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেও নতুন করে আক্রান্ত হয়েছেন রাফায়েল ভারান, ইব্রাহিম কোনাতে ও কিংসলে কোম্যান।

শুক্রবারের অনুশীলনে দলের সঙ্গে থাকা হয়নি এই তিন ফুটবলারের।

যদিও কালো জাদুর বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অ্যাসোসিয়েশন অফ আর্জেন্টাইন উইচেস। তার এক টুইট বিবৃতিতে বলেন, ‘আমরা বারবার বলছি যে সবার ভাবনা, সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। সবাই সেটাই করে যেটা তারা চায় ও জানে। আমরা এটাই বলতে চাই, আমরা যেটা চিন্তা করি, সেটাই সেরা। আমাদের কোনো ভাবনায় কেউ বিপদে পড়বে না। সবাই মুক্ত ও সম্মানিত।’

Gente, repetimos constantemente que se respeten todas creencias y decisiones. Cada quien hace lo que quiere y lo que sabe, nosotras simplemente recomendamos lo que nos parece mejor. Para que en base de NUESTRAS creencias nadie se ponga en riesgo. Cada quien es libre y respetado🤍

— LaBrujinetaOK (@LaBrujinetaOk) December 15, 2022

কিন্তু তাতেও নিশ্চিন্ত হওয়ার অবকাশ থাকে না। কেন না কথায় আছে, যা রটে তার কিছু হলেও ঘটে।

এ বিভাগের আরো খবর