কাতার বিশ্বকাপের ফাইনালটা ম্যাচটা কার্যত হতে যাচ্ছে ফুটবলের জাদুকর লিওনেল মেসির শেষ লড়াই। এখন পর্যন্ত পাঁচ বিশ্বকাপ খেললেও একবারও তিনি ছুঁতে পারেননি শিরোপা। নিজের শেষ বিশ্বকাপে সেই খরা ঘোচাতে মরিয়া মেসি।
ফ্রান্সের বিপক্ষে রোববার রাতে মাঠে নামবেন মেসি নিজের প্রথম ও দলের তৃতীয় শিরোপা জয়ের মিশনে। সারা বিশ্বের কোটি ফুটবল ভক্তের একটাই চাওয়া, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে তোলার মাধ্যমে মেসি রঙ্গিন করে রাখুক তার ক্যারিয়ার।
টানটান উত্তেজনার এমন মূহূর্তেই আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে খোলা চিঠি লিখেছেন তার স্কুল জীবনের শিক্ষক মনিকা দমিনা। ছাত্রের সফলতা কামনা করে মেসিকে এই চিঠি দেন তিনি।
মনিকা লিখেন, ‘মেসি, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষক হতে পেরেছি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, অসাধারণ একজন মানুষ। কখনো বদলে যেও না। তোমার জীবনের অংশ হতে পেরে আমি গর্ববোধ করছি।
‘এত এত বিপর্যয়ের মাঝে আমাদের এতটুকু সুখ দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার হাসিমুখ দেখাটাই আমার আনন্দ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছ, এটা আমার ভালো লাগে। আমি তোমার শিক্ষক, এটা আমার জন্য স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা।’
বিশেষ সময়ে শিক্ষকের এ চিঠির পেছনে কারণও আছে।
মেসি সফলতার দিক দিয়ে পাহাড়সম উচ্চতায় পৌঁছে গেলেও মনে রেখেছেন ঠিকই মনিকাকে। গত বছর এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্কুল জীবনের কোন শিক্ষকের কথা তার মনে আছে কিনা।
মেসি সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছিলেন, আমার মনে আছে মনিকা দমিনা’র কথা। তিনি আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।