বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির হাতে কাপ দেখতে চান কাফু

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ১৮:৪৬

ব্রাজিলের কিংবদন্তিদের মধ্যে অনেকেই চান আর্জেন্টিনার হাতেই উঠুক কাতার বিশ্বকাপের শিরোপা। সে তালিকায় রয়েছেন ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু। 

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হোঁচট খায় আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর হতাশ না হয়ে প্রেরণা খুঁজেছেন মেসি-দি মারিয়ারা। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি লিওনেল স্কালোনির অধীন দলটির। সে দলটি এবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের।

মরুর বুকে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে আর একটি ম্যাচ জিততে হবে মেসিদের। আর সে ম্যাচ জিতলেই তৃতীয় শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা।

এমন বাস্তবতায় ব্রাজিলের কিংবদন্তিদের মধ্যে অনেকেই চান আর্জেন্টিনার হাতেই উঠুক কাতার বিশ্বকাপের শিরোপা। সে তালিকায় রয়েছেন ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু। ব্রাজিলের জন্য নিজে যে শিরোপা দুই বার নিয়ে গেছেন হাতে করে, সেই শিরোপা এবার তিনি চাইছেন মেসির হাতে উঠুক।

কাতারে লুসাইল স্টেডিয়ামে রোববার ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে ওলে ক্লারিনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান সাবেক তারকা ফুটবলার কাফু বলেন, ‘প্রথমে মেসি, এরপর আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি। কেন আমি চাইব না মেসি চ্যাম্পিয়ন হোক?

‘ব্রাজিল না থাকায়, আমি চাই প্রতিবেশি দেশ ও মেসির হাতেই উঠুক এবারের শিরোপা। কাতার বিশ্বকাপটি মেসির জন্য দারুণ যাচ্ছে। প্রথম ম্যাচটি সৌদি আরবের বিপক্ষে হেরে মেসিদের কঠোর সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি বিশ্বকাপ থেকে ছিটকে যাবার শঙ্কা জাগে। পরে তারা দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে।’

কাফু আরও বলেছেন, ‘কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়িয়েছে মেসি। প্রায় প্রতিটি ম্যাচেই সে ভালো করছে। আশা করছি ফাইনালে শিরোপা তাঁর হাতে উঠবে।’

এ বিভাগের আরো খবর