ভারতের দেয়া ৫১৩ রানের পাহাড়সম টার্গেটে প্রথম টেস্টের চতুর্থ দিনের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম সেশন শেষ করেছেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও অভিষেক হওয়া জাকির হাসান।
কোনো উইকেট না হারিয়ে ১১৯ রান তুলেছেন এ দুই ব্যাটার, যা ভারতের বিপক্ষে টেস্টে দেশের হয়ে উদ্বোধনী জুটিতে রেকর্ড।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার শেষ বিকেলে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান তোলে বাংলাদেশ। সফরকারীদের চেয়ে ৪৭১ রানে পিছিয়ে থেকে স্বাগতিকরা শুরু করে চতুর্থ দিনের খেলা।
ব্যাট করতে নেমে ওপেনার শান্ত তুলে নেন নিজের হাফ সেঞ্চুরি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে তিনি ১৪৩ বলে ৬৪ রান করেছেন। অন্যদিকে জাকিরের ব্যাট থেকে আসে ১০৯ বলে ৫৫ রান। এর মধ্য দিয়ে অভিষেক টেস্টেই অর্ধশতকের দেখা পেলেন তিনি।
চট্টগ্রাম টেস্টে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৩ রানের। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। তাই এ টেস্টে জিততে হলে বাংলাদেশকে বিশ্বরেকর্ড গড়তে হবে।
এর আগে প্রথম ইনিংসে ভারতের করা ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ। ২৫৪ রানে লিড নিয়ে শুভমন গিল ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভর করে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।