বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়ের আশা ছাড়ছেন না মিরাজ

  •    
  • ১৬ ডিসেম্বর, ২০২২ ২২:০০

সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স দেখলে এটা বোঝার বাকি থাকে না যে, নিশ্চিত হারের দিকে যাচ্ছে বাংলাদেশ। যদি না কোনো অতিমানবীয় ইনিংস খেলা সম্ভব হয় মিরাজদের পক্ষে।

ভারতের দেয়া ৫১৩ রানের পাহাড়ে চাপা পড়ে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করেছে বাংলাদেশ। এখনও জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ৪৭১ রান। হাতে আছে ১০ উইকেট আর দুই দিন।

ভারতের করা প্রথম ইনিংসে ৪০৪ রানের জবাবে তৃতীয় দিনে ১৫০ রানেই গুটিয়ে যায় টাইগাররা। পড়তে হয় ফলোঅনে। কিন্তু ফলোঅনে বাংলাদেশকে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। ২ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

প্রথম ইনিংসে বাংলাদেশি ব্যাটারদের ভেতর সর্বোচ্চ ২৮ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। মেহেদী হাসান মিরাজ করেন ২৫ রান, লিটন দাস ২৪ আর জাকির হাসান করেন ২০ রান।

সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স দেখলে এটা বোঝার বাকি থাকে না যে, নিশ্চিত হারের দিকে যাচ্ছে বাংলাদেশ। যদি না কোনো অতিমানবীয় ইনিংস খেলা সম্ভব হয় তাদের পক্ষে।

তবে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করছেন, ব্যাট হাতে ঠিকই জ্বলে উঠবেন তারা। যার ফলে ভালো একটা ফলাফল নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হবে টাইগাররা।

মিরাজ বলেন, ‘ওরকম প্ল্যান সেট করা যাবে না। ব্যাটসম্যানদের খেলতে থাকতে হবে। অবশ্যই এই খেলার রেজাল্ট হবে। হয় আমরা জিতবো, না হয় ভারত জিতবে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোন কিছুর বাস্তবায়ন করাটাই বেশি গুরুত্বপূর্ণ। ভালো সিদ্ধান্ত এবং পরিষ্কার মাইন্ডসেটটাও গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, ব্যাটসম্যানরা বুঝতে পারছে বা আমরা বুঝতে পেরেছি যে কোথায় আমাদের দুর্বলতা রয়েছে।’

তবে এখনই জয় পরাজয় নিয়ে কিছু বলতে নারাজ মিরাজ। এখনও দুই দিন বাকি। তাই সেই দুদিন ঠিকভাবে কাজে লাগিয়ে ভালো কিছু করতে আত্মপ্রত্যয়ী এই অলরাউন্ডার।

মিরাজ বলেন, ‘আমা আশা করছি, খুব ভালো একটা খেলা হবে। হার জিত তো পরের ব্যাপার, এখনও দুই দিন বাকি আছে। আমাদের ব্যাটসম্যানরা ভালো করবে।’

এ বিভাগের আরো খবর